বিজয় বার্তা ২৪ ডট কম
দৈনিক সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি নির্ভীক সাংবাদিক আবদুল হাকিম শিমূল হ্যতাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার বিকেল ৪টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। সাংবাদিক ও টিভি অভিনেতা মোখলেছুর রহমান তোতা’র সঞ্চালনায় সভায় অংশ নেনদৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফাজ্জল হোসেন,দৈনিক আপরাধ চক্রের সম্পাদক মাসুদুর রহমান দিপু,অনলাইন নিউজ পোর্টাল বিজয় বার্তা ডট কমের সম্পাদক গৌতম সাহা,দৈনিক আমার সংবাদ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস এম বাবুল,মোহনা টিভির নারায়নগঞ্জ প্রতিনিধি আজমীর ইসলাম,সাপ্তাহিক তথ্যপত্রের সম্পাদক সফিকুল ইসলাম আরজু,সাপ্তাহিক সত্যের পাতা পত্রিকার সম্পাদক ফরিদা ইয়াছমিন সুমনা,বন্দর থানা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খান সোহেল,দৈনিক কালের চিত্র পত্রিকার চীফ রিপোর্টার মোঃ আনোয়ারুল হক,মানব কল্যান পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভুঁইয়া,মিতু মোর্শেদ,দৈনিক নীরবাংলার স্টাফ আবু সাঈদ মিয়া,দৈনিক ভোরের কথার ফটো সাংবাদিক শাকির আহমেদ বাপ্পি,দৈনিক অপরাধ চক্রের বন্দর প্রতিনিধি শেখ ইলিয়াস,জাহিদুল ইসলাম,দৈনিক বিজয়ের নারায়নগঞ্জ প্রতিনিধি,সোহেল আহমেদ,শরীফুল ইসলাম,দৈনিক সোজা সাপটার বন্দর প্রতিনিধি শেখ আরিফুল ইসলাম,দৈনিক দেশ বাংলার বন্দর প্রতিনিধি দৈনিক বিজয় ফটো সাংবাদিক আল মামুন বিদুৎ,শামীম ইসলাম,এমদাদুল হক মিলন,শাহরিয়ার প্রধাণ ইমন,মাহমুদুল হাসান,২১নং ওয়ার্ড যুবলীগ নেতা সামছুল হাসান,শহীদ সোহরাওয়ার্দ্দী ক্লাবের সদস্য মোঃ জাকির হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন,গুলি করে এক শিমূলকে নিস্প্রাণ করলেও হাজার শিমূলের কন্ঠ স্তব্দ করা যাবেনা। শিমূলরা কখনো মরেনা। সাংবাদিকরা কারো তাবেদারী করেনা। চোখে যা দেখবে কানে যা শুনবে তাই কলমে বেরিয়ে আসবে। কুলাঙ্গার মীরুর কুকর্মের কাহিনী শিমূল জেনে ফেলেছিল বলেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মাননীয় প্রধাণমন্ত্রীর কাছে একটাই দাবি,সাগর রুনির মতো শিমূল হত্যা মামলাও যেন লাল ফিতায় বন্দী না হয়। অনতিবিলম্বে নরপিশাচ মিরুর মেয়র পদ বাতিল করে আইনের আওতায় এনে তাকে যাকে ফাঁসি দেয়া হয়। পরিশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোঃ তোফাজ্জল হোসেন।