নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
শনিবার রাতে ও রোববার দুপুরে বন্দর থানা পুলিশ থানার পৃথক ৩টি স্থানে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে মদনপুর ফুলহর এলাকার আব্দুস সবুর মিয়ার ছেলে আলাউদ্দিন(৫৫),কুশিয়ারা আহাম্মদ সরদারবাড়ী পূর্বপাড়া এলাকার মনির হোসেন ওরফে মনু মিয়ার ছেলে আরিফুল ইসলাম(৩০) ও সোকান্দা এলাকার বশির উদ্দিনের ছেলে সাব্বির(২১)। ধৃতদের মধ্যে আলাউদ্দিনকে মাদক মামলার ওয়ারেন্টে এবং আরিফুল ও সাব্বিরকে ৩৪ ধারায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।