বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করায় ক্লাবঘর নির্মানের নামে রিকশা চালক শাহ আলম ও গৃহিনী রহিমা দম্পতির বসত ঘর দখলের পাঁয়তারা চালাচ্ছে বিএনপি’র বিজয়ী কাউন্সিলরের সমর্থকরা। অমানিবক এ ঘটনাটি ঘটে জেলার বন্দর থানাধীন নূরবাগ কলোনী এলাকায়। এ ব্যাপারে ভুক্তভোগী রহিমা বেগম বাদী হয়ে বন্দর স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী (যার নং-১১৪৩)করলেও সুলতান কাউন্সিলরের লোকজন আইনের তোয়াক্কা করছেন। নিরীহ রহিমা বেগম প্রশাসনের উর্দ্ধতন মহলের তদন্ত সাপেক্ষে আশু হস্তক্ষেপ কামনা করছে। রহিমা বেগম জানান,সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে সে ২২নং ওয়ার্ড আওয়াামীলীগের সাধারণ সম্পাদক ঠোলাগাড়ী প্রতীকধারী প্রার্থী কাজী শহীদ আহাম্মদের পক্ষে কাজ করেন। ২২ডিসেম্বরের নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী কাজী শহীদ আহাম্মদের বিরুদ্ধে বিএনপি সমর্থিত প্রার্থী সুলতান আহাম্মদ জয়লাভ করার পর থেকে তার সমর্থক যথাক্রমে বন্দর শাহী মসজিদ নূরবাগ এলাকার আক্তার হোসেনের ছেলে নাসির,জব্বার মিয়ার ছেলে সোহাগমৃত তৈয়ব আলীর ছেলে খায়ের বাদশা ও লার বুইরার ছেলে খায়ের বাদশা গং ঠেলাগাড়ী প্রার্থীর সমর্থক শাহ আলম-রহিমা দম্পতির বসত ঘর দখলে নিতে ওই বাড়ির প্রবেশ পথ বন্ধ করে ক্লাবঘর র্নিমানের চেষ্টা চায়। এ ব্যাপারে সুবিচার পেতে ভুক্তভোগীরা বন্দর থানায় সাধারণ ডায়েরী করলে উল্লেখিতরা রিকশা চালক শাহ আলমের ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাংচুর করে ক্ষতিসাধণ করে। বর্তমানে তারা অসহায় দম্পতিদের বসত ঘর দখলে নিতে ব্যাপক অপতৎপরতা চালাচ্ছে। এ কারণে তাদের জীবন নিয়েও সংশয় দেখা দিয়েছে। এ অবস্থা হতে পরিত্রাণ পেতে ভুক্তভোগীরা প্রশাসনের উর্দ্ধতন মহলসহ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ একেএম সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করছে।