বিজয় বার্তা ২৪ ডট কম
মজুরি বৃদ্ধি, রেশনিং, বাসস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরা এবং শ্রমিক ছাঁটাই-নির্যাতন-হামলা-মামলা বন্ধের দাবীতে গার্মেন্ট শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ফতুল্লা কাঠের পুল- শিবুমার্কেট আঞ্চলিক শাখার উদ্যোগে ৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল সাড়ে তিন টায় শিবুমার্কেট রাণীমা প্লাজার সম্মুখে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা রাকিব হোসেন । বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি এড. মন্টু ঘোষ, নারায়ণগণঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা কমিটির সিনিয়র নেতা দুলাল সাহা, আব্দুস সালাম বাবুল, দিলীপ দাস, আঞ্চলিক নেতা মোস্তাকিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন সারাদেশে শ্রমিকরা আজ গভীর সংকটে নিমজ্জিত। বর্তমান বাজারে প্রাপ্ত মজুরিতে দুই বেলা আলু সিন্ধ, ডাল-ভাত খেয়ে বেঁচে থাকা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মালিকরা সস্তা শ্রমের উপর দাঁড়িয়ে দেশে-বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছে, বিলাশ বহুল জীবন যাপন করছে। বিশ্ব বাজারে পোশাক রপ্তানী করে বাংলদেশ দ্বিতীয় বৃহত্তম পোশাক ররপ্তানীকারক দেশে পরিণত হয়েছে, জাতীয় অর্থনীতি শক্তিশালী হয়েছে। অথচ সেই শিল্পে কর্মরত শ্রমিকের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। কারণ তারা ন্যয্য মজুরি থেকে বঞ্চিত, শোষিত-নির্যাতিত ও অগণতান্ত্রিক কালাকানুনের শৃঙ্খলে বাঁধা পরে রয়েছে। শ্রমিক স্বার্থ বিরোধী আইন ও বিধিমালার কালা-কানুন পরিবর্তন করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করতে হবে।
বক্তারা আরও বলেন সরকারি শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ও রাষ্ট্রপতি- মন্ত্রী- এমপিদের বেতন দ্বিগুন হয়েছে। বাড়ী ভাড়া-গাড়ী ভাড়া ও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করছেন না। শ্রমিকরা যখন বাঁচার তাগিদে ন্যূনতম মোট মজুরি ১৬ হাজার টাকার দাবীতে শতঃস্ফুর্ত ভাবে সারাদেশে আন্দোলন গড়ে তুলছে, ঠিক তখনই মালিকরা শ্রমিকদের আন্দোলন দাবীয়ে রাখার হীন উদ্দেশ্যে বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের ছাঁটাই-নির্যাতন ও হামলা-মামলা দিয়ে হয়রানি করছে। নেতৃবৃন্দ বলেন ছাঁটাই-নির্যাতন-হামলা-মামলা ও গ্রেফতার করে শ্রমিক আন্দোলন দমন করা যাবেনা। শিল্প ও জাতীয় স্বার্থে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করতে হবে। আশুলিয়ায় গ্রেফতারকৃত শ্রমিক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিতে হবে। রেশনিং, বাসস্থান, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা ও অবাধে ট্রেড ইউনিয়ন করতে দেওয়া সহ মজুরি পূর্ণ নির্ধারণ তথা বাজারদর অনুসারে মূল মজুরি ১০ হাজার টাকা, চিকিৎসা, বাসস্থান ও যাতায়াত ভাতাদীসহ মোট মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করার দাবী জানান তারা।