নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিব (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ৯ টায় এসআই ওমর ফারুক সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে নাসিক ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত হাবিব ঐ এলাকার এন্তাজ আলীর ছেলে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানায়, হাবিব দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে। গত শনিবার রাতে হাবিব মুক্তিনগরে ইয়াবা বিক্রি করছিল এ খবর পেয়ে অভিযান চালিয়ে হাবিবকে আটক করে তার দেহ তল্লশী চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় হাবিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২০, তাং ১০/০৪/১৬ইং।