বিজয় বার্তা ২৪ ডট কম
সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দরে বৃহস্পতিবার হতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় বন্দর উপজেলা ও সিটি অঞ্চলের ৯টি ওয়ার্ডে ১ হাজার ২শ’৪২জন ছাত্র ও ১হাজার ৫শ’৪০জন ছাত্রীসহ সর্বমোট ২হাজার ৮শ’৭৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রের অধীনে ৪টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যুসমূহ হচ্ছে বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ,হাজী সিরাজউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়। এতে কেন্দ্র সচিবের দায়িত্ব পালণ করছেন বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবদুস সাত্তার।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের দাখিল পরীক্ষায় বন্দরের ৭টি প্রতিষ্ঠানের সর্বমোট ৩শ’৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। যার মধ্যে ১শ’৩০জন ছাত্র ও ১শ’৫০জন ছাত্রী রয়েছে। প্রথম দিনে ১জন পরীক্ষার্থী অনুপুস্থিত রয়েছে। দাখিল পরীক্ষায় অংশ নেয়া মাদ্রাসাগুলো হলো বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা,বিশ^ নবী আলীম মাদ্রাসা,রিয়াজুল উলুম আলীম মাদ্রাসা,নবীগঞ্জ আলীম মাদ্রাসা,মুসাপুর দারুছুন্নাহ দাখিল মাদ্রাসা,নুরুল আলা নূর আলীম মাদ্রাসা,জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা। প্রথম দিনে কোরআণ মাজিদ ও তাজবীদ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্র সচিবের দায়িত্ব পালণ করছেন বন্দর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল হক। এছাড়া ১টি কেন্দ্রে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১শ’৩২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ভোকেশনালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ৩টির মধ্যে রয়েছে জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা,কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও গিয়াসউদ্দিন চৌধুরী মডার্ণ একাডেমী। এতে কেন্দ্র সচিবের দায়িত্বে নিয়োজিত রয়েছেন কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মেঃ রফিকুল ইসলাম।