বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৭২ক্যান বিদেশী বিয়ারসহ শফিকুল ইসলাম অপু(২৬)নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ধামগর ফাড়িঁর ইনচার্জ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মদনপুর মুনাদপুর’স্থ বন্দর ষ্টিলমিলের সন্মূখ থেকে একে গ্রেফতার করা হয়। ধৃত মাদক পাচারকারী শফিকুল ফতুল্লা মাসদাইর এলাকার মোঃ খোকন মিয়ার ছেলে। পুলিশ জানায়,মাদক পাচারকারীর একটি চক্র দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য পাচার করে আসছিল। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ভোরে ঢাকা মেট্রো ঘ (১১-৭০০৫) নম্বরের একটি প্রাইভেটকার যোগে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মদনপুর মুনাদপুর’স্থ বন্দর ষ্টিলমিলের সামনে অবস্থান করলে ৩কার্টুন(৭২ক্যান) বেলজিয়াম ম্যাক্সিমামস্ বিয়ার সাদা প্রাইভেটকার যোগে বন্দরে পাচারের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিল। ধামগর ফাড়িঁর ইনচার্জ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ধাওয়া করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ ২জন দ্রুত পালিয়ে যায় ও মাদক পাচারকারী শফিকুলকে ৩কার্টুন বিয়ারসহ হাতে নাতে আটক করে এবং প্রাইভেটকারটি জব্দ করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে।