বিজয় বার্তা ২৪ ডট কম
বিকেএমইএ ও শ্রমিক নেতৃবন্দের সাথে সমাঝোতার ভিত্তিতে ক্রোনী গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে।
বুধবার দুপুর দেড় টায় চাষাঢ়াস্থ বিকেএমইএ এর কার্যালয়ে ৯২৮ জন শ্রমিকের এই বকেয়া পরিশোধ করা হয়।
ক্রোনী গ্রুপের ৯২৮ জন শ্রমিককে মোট ২ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৮৩ টাকা প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান থেকে ছাটাই করা হয়।
বেতন পরিশোধের সময় উপস্থিত ছিলেন, বিকেএমইএ এর সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, বিকেএমইএ এর সচিব রঞ্জন কুমার সাহা, ক্রোনী গ্রুপের একাউন্টস ম্যানেজার মহিদুল ইসলাম, এডমিনিস্ট্রেশন ম্যানেজার হারুন অর রশিদ, এইচ আর ম্যানেজার শহিদুল ইসলাম, বাংলাদেশ ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাসের জেলার সভাপতি শাহদাৎ হোসেন সেন্টু সহ অন্যান্যরা।
এসময় জিএম ফারুক বলেন, বিকেএমইএর এর বর্তমান সফল সভাপতি সাংসদ সেলিম ওসমানের অবদানে নারায়ণগঞ্জে গার্মেন্টস শিল্পে শ্রমিকদের যেকোন সমস্যা সুষ্ঠুভাবে সমাধান করা যাচ্ছে। তার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, আমরা নারায়ণগঞ্জের গার্মেন্টস শিল্পে শ্রমিক মালিকদের মধ্যে কোন প্রকার সংঘর্ষ চাই না। আমাদের নেতা সাংসদ সেলিম ওসমান সব সময় আহ্বান জানিয়েছেন যে কোন সমস্যায় আলোচনায় বসতে। তার জন্যই এখানে শ্রমিক ও মালিকদের মধ্যে একটি ভাল সম্পর্ক গড়ে উঠেছে। বিকেইএমই এর দরজা সব সময় শ্রমিকদের জন্য খোলা রয়েছে। বর্তমানে নীট পণ্য রপ্তানীতে আমরা পৃথিবীতে ২য় স্থান করেছি। আশাকরি সামনে আমরা প্রথম স্থান অধিকার করতে পারবো।
উল্লেখ্য গার্মেন্টস মালিকদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান বিকেএমইএ’র সহ সভাপতি আসলাম সানীর মালিকানাধীণ ক্রোণী সুয়েটার্সের ম্যানুয়াল সেকশনের ৯২৮ জন শ্রমিকের বকেয়া বেতনে জন্য শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। বিকেএমইএ সভাপতি সাংসদ সেলিম ওসমান ও শ্রমিক নেতা কাউছার পলাশ আলোচনার মাধ্যমে সমাঝোতা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেন।