বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার সিদ্ধিরগঞ্জ আজিবপুর শাব্দী শাহ্ (রাঃ) বোগদাদী মাজারের শিন্দুকের তালা ভেঙ্গে প্রায় বিশ হাজার টাকা চুরি করেছে অঞ্জাত চোরেরা। প্রতিমাসের পহেলা তারিখের এই শিন্দুকটি খোলা হয়। এই বিষয়টি মাজার কমিটি সহ সিদ্ধিরগঞ্জ আজিবপুর এলাকার সকলের জানা ছিল । কিন্তু যে কোন কারনে গতকাল ২ ফেব্রুয়ারি রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় খোলার কথা ছিল। কিন্তু ফযরের নামাজের সময় মুসুলীরা নামাজ পরার উদ্যেশে মসজিদে যাওয়ার পথে মাজারের সামনে আসলে শিন্দুকের তালা ভাঙ্গা অবস্থায় শিন্দুকের ডাকনাটি খোলা দেখতে পায়। ওই সময় মাজারের খাদেম মোঃ মোখলেসুর রহমান ও বর্তমান কেশের দায়িত্বে থাকা মোঃ ইউনুস মিয়াকে ডেকে চুরি হয়েছে বলে জানান। তখন কমিটির সকলে এসে বেপারটি তদন্ত করে দেখে অসন্তুস্টি প্রকাশ করে হযরত শাব্দী শাহ্ (রাঃ) মাজারের টাকা চুরি করে যারা নিয়েছে এই চোরদের বিচার মহান আল্লাহ্ তা’লা অতি অচিরেই করবেন বলে তারা খোব প্রকাশ করেন।