বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার সিদ্ধিরগঞ্জে সানারপাড় বাগমারা এলাকা থেকে ৫০ পিছ ইয়াবা ও ৭ পুইরা গাজাসহ বদিউদ জামান (৪৫) ও আব্দুর রহমান (৫০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে এ,পি,বি,এন। জানা যায় সিদ্ধিরগঞ্জ সানারপাড় বাগমারা এলাকার মিতু এন্টার প্রাইজের সামনে ও জামতলা নিছ থেকে গতকাল তাদেরকে ১.০০ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে এ,পি,বি,এন অভিযান চালিয়ে তাদের আটক করে। মাদক ব্যবসায়ী বদিউদ জামানকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিছ ইয়াবা এবং আব্দুর রহমানের কাছ থেকে ৭ পুইরা গাজা উদ্ধার করে এ,পি,বি,এন। মাদক ব্যবসায়ী বদিউদ জামান হলো সানার পাড়ের বাগমারা এলাকার মোঃ ইউনুস আলীর ছেলে। সে বর্তমানে সানারপাড়ের সোলেমান মিয়ার বাড়ির ভাড়াটিয়া। এবং আব্দুর রহমান হলো সানারপাড়ের বাগমারা এলাকার মোঃ জামানের ছেলে। তাদের নামে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক মামলা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ।