বিজয় বার্তা ২৪ ডট কম
আবাসন নিয়ে বহুদিন ধরে কাজ করে আশা প্রতিষ্ঠান প্রোপাটি প্লাস ইভেন্টল নারায়নগঞ্জ ৪র্থ বারের মত আবাসন মেলার আয়োজন করেছে। বুধবার সকাল ১১ টার দিকে শহরের চাষাঢ়াস্ত জিয়া হল প্রাঙ্গনে মেলাটি উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ার হোসেন। যা আজ থেকে আগামী ৪ ফের্রুয়ারী পর্যন্ত চলবে। মেলাটি শহরের প্রাণ কেন্দ্র জিয়া হলে অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ২২ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে। ২টি লিজিং কোম্পানি ও ২টি লিফট কোম্পানি অংশগ্রহন করেছে। এখানে রিয়েল ইস্টেট ও ডেভোলপার কোম্পানি তাদের নিজ নিজ পণ্য প্রদর্শণ করবে ।
মেলাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা কাজ করছে। নারায়ণগঞ্জের বিভিন্ন স্তরের মানুষ এই ধরনের মেলাকে স্বাগত জানিয়েছে। মেলার মূল উদ্দেশ্য ক্রেতা ও বিক্রতার মধ্যে সেতু বন্ধন তৈরী করা। মেলায় আসুন আপনার পছন্দের ঠিকানা বেছে নিন। মেলায় আসলে পাবেন একই ছাদের নিচে আবাসন নিয়ে সকল সমাধান। মেলায় গোল্ড স্পন্সার করেছে ক্রিয়েটিভ আর্কিটেকচার লিমিেিটড এবং ক্রোটিচ লিমিটেড
কো-ষ্পন্সার করেছে- রিয়েলাইন্স হাউজিং লিমিটেড, স্বপ্ন নীর হাউজিং লিমিটেড, লাইফ ভিউ ডেভোলপারস লিমিটেড, স্ট্রাকচার প্রপাটিজস এন্ড বিল্ডার্স লিমিটেড, এরিস্টোক্রেট হাউজিং লিমিটেড রিহান এর উদ্যোগে নারায়নগঞ্জ আবাসন মেলা ২০১৭ এর আয়োজন করেছে প্রপার্টি প্লাস ইভেন্ট এন্ড দ্যা মাউন্ট্যাইন।
এ সময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ রিয়েলষ্ট্রেট এসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস.এম.পাবেল, ক্রিয়েটিভ আর্কিটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ, প্রোপাটি প্লাস ইভেন্টের সিইও মাহবুব খান, স্ট্রাকচার ডেভোলপার এর পরিচালক মো. সাহাবুদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সদস্য সাখাওয়াত হোসেন সুমন সহ আরো অনেকে।
আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, আবাসন মেলা মূলত ধনীদের গরীবের জন্য নয়। আমরা যারা মধ্য বিত্ত তাদেরকে এই মেলার মাধ্যমে আবাসন কিনার মত সুযোগ সুবিধা করে দিতে হবে। তা হলে সবাই আবাসন মেলার মাধ্যমে নিজেদের জন্য কিছু কিনতে পারবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। তারপর তিনি আবাসন মেলার বিভিন্ন স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।