বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সাবিকুন নাহার নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে কৃঞ্চপুরা এলাকায় মনসুরের পরিত্যক্ত একটি ডোবায় লাশ ভেসে উঠে। খবর পেয়ে পরিবারের লোকজন সাবিকুন নাহারের লাশ শনাক্ত করেন।
সে স্থানীয় একটি কিন্ডারর্গান্ট স্কুলের শিশু শ্রেণির ছাত্রী এবং শিবপুর গ্রামের জহির কসাইয়ের মেয়ে।
নিহতের মা আয়েশা জানান, শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে সাবিকুন নাহার নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যাচ্ছিল না।
নিহতের মায়ের অভিযোগ, পুলিশ সঠিকভাবে চেষ্টা করলে তাকে জীবিত উদ্ধার করতে পারতো।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।