বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২ বোতল ফেন্সিডিলসহ কবির(৪৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দিবাগত ভোর রাতে মাহামুদ নগর কবরস্থান সুপারী বাগান বালুর মাঠ এলাকায় একে গ্রেফতার করলেও অপরাপর মাদক স¤্রাট দাদন পালাতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী দাদণ মাহমুদনগর এলাকার বগা সুরুজের ছেলে। ধৃত মাদক ব্যবসায়ী কবির হাজরাদী চানপুর এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে। রবিবার দুপুরেই গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।