বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে গাজী (৪০)নামে এক নাশকতা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে পুলিশের উপর হামলা ও গাড়ি পোড়ানো মামলার ওয়ারেন্টে একে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গাজী বন্দরের কদমরসুল নূরবাগ এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২০১৫ সালের ৫ জানুয়ারি নবীগঞ্জ বাস স্ট্যান্ডে বিএনপি পুলিশ সংঘর্ষে ঘটনায় মামলা রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজতে আটক রেখেছে।