বিজয় বার্তা ২৪ ডট কম
“কুষ্ঠ রোগে বালক বালিকায় আর কোন প্রতিবন্ধিতা নয়” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালী ও সাইকেল শোভাযাত্রা’র মধ্যদিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব কুষ্ঠ দিবস।
গতকাল রবিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও দ্যা লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এ র্যালী ও সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ড. মোঃ এসহানুল হক এর তত্বাবধানে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে সকাল ১০টায় র্যালী ও সাইকেল শোভাযাত্রা শুরু হয়। সাইকেল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) এসে শেষ হয়।
র্যালীতে অংশ গ্রহণ করেন, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ড: প্রবীর কুমার দাশ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আমিনুল হক, প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আলতাফ হোসেন মোল্লা, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক স্বপন দেবনাথ, জেলা ইপিআই তত্বাবধায়ক লুৎফুর রহমান, আইএলএসএইচ জেলা ফিল্ড ফ্যাসিলেকেটর নন্দিতা বাড়ৈ ও এমএসএইচ জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা সিভিল সার্জন ড. মোঃ এসহানুল হক বলেন, কুষ্ঠরোগের ইতিহাস অতি প্রাচীন। খ্রিস্ট পূর্ব ৪৬০০ সালে মিশরের প্যাপিরাসে কুষ্ঠের কথা লিপিবদ্ধ আছে। খ্রিস্টপূর্ব ১৪০০ নালে ঋক বেদে ‘কুষ্ট’ শব্দটি উল্লেখ করা আছে। অনেকেই ভারতবর্ষকে কুষ্ঠরোগের আদি জন্মস্থান হিসেবে গন্য করে থাকেন।
তিনি আরো বলেন, ‘কুষ্ঠ যতই কঠিন রোগ হোকনা কেন সু-চিকিৎসায় তা নিরাময় যোগ্য। কুষ্ঠ রোগকে আমরা নিয়ন্ত্রনে আনতে পেরেছি। তবে আমাদের সকলের মাঝে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে।’