বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নিক্ষিপ্ত আগুনে ৩ সহোদরের ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুতসহ নূরুল ইসলাম(৭০)নামে এক নাইট গার্ড নিহত হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে থানার ধামগড়স্থ ইস্পাহানী এলাকায় নাশকতার এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দু’টি দমকল ইউনিট ২ ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে ৩টি প্রতিষ্ঠানের তুলা,জুট, মেশিনারীজ সরঞ্জাম ও বেশ কয়েকটি অটোরিকশা পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। ইলিয়াস ট্রেডার্সের অংশীদার মালিক আক্তার হোসেন জানান,শুক্রবার দিবাগত রাত ৩টা হতে সাড়ে ৩টায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রথমে প্রতিষ্ঠানের উত্তর প্রান্তের তুলা ও জুটে আগুন দেয়। আগুনের লেলিহান দেখে নাইট গার্ড ডাক চিৎকার করলে হামলাকারীরা মধ্যবর্তী স্থানের অটো গ্যারেজ ও মেশিনারীজ রুমে পেট্রোল ঢেলে দিলে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাষ্থলেই বৃদ্ধ নাইট গার্ড নূরুল ইসলাম মৃত্যবরণ করেন।