বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের মাটি ও মানুষের কবি এ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আলমের ৬৮তম জন্মদিন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শহরের চাষাঢ়াস্থ দৈনিক ভোরের কথা পত্রিকার কার্যালয়ে সম্পন্ন হয়েছে। আনন্দঘন এ আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌন্দর্য বর্ধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান তথা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। প্রত্যাশা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি মোঃ শহীদ উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফের সার্বিক তত্ত্বাবধানে কবি নূরুল আলমের জন্মদিনের অনুষ্ঠানকে স্বার্থক করতে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংস্বৃতিক বিষয়ক সম্পাদক মীর আনোয়ার হোসেন,দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু দৈনিক অপরাধ রিপোর্টের সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, দৈনিক ভোরের কথা পত্রিকার সহকারি সম্পাদক সৈয়দ গোলাম সবুজ,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শাওন অংকন ও ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন(এমএসসি)। বিশিষ্ট ছড়াকার ও টিভি নাট্যাভিনেতা মোখলেছুর রহমান তোতার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধাণ শিক্ষক মোঃ শহীদুল্লাহ মাষ্টার,ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম,কবি ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,মানব সেবা নার্সারীর স্বত্ত্বাধিকারী হাজী মোঃ শাহ আলম,মোঃ শাহজালাল মন্ডল,বাদল রায়,আবদুল বাতেন,পাট প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আবদুস সালাম,সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক,২৩নং ওয়ার্ড যুবলীগে যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুজ্জামান শাকিল,সাংবাদিক মোঃ আবু সাঈদ মিয়া,মানিক চন্দ্র দাস,সূরভী ইয়াসমিন ইভা,এম সাফায়েতউল্লাহ প্রধাণ,ফজিলাতুন্নেচ্ছা রিয়া,মোঃ হামিদুল ইসলাম,ইয়াকুব আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন সৈয়দ মোহাম্মদ তাসিন দীপ। এতে সংগীত পরিবেশন করেন মোঃ সেলিম ভূইয়া,প্রিয়ন্তী সরকার কথা,আয়েশা আক্তার,কবিতা পাঠ করেন নাসরিন আক্তার ও তবি। কেক কাটার পর পরই আলোচনা শেষে কবিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ। প্রধাণ অতিথির বক্তব্যে আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন,রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করার চেষ্টা করেছি। মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব অর্পণ করে জনগণের আরো কাছে এগিয়ে দিয়েছেন। আমার নেত্রীর নির্দেশে আমাকে নিষ্ঠার সাথে সেই পালণ করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন অনিয়ম দুর্ণীতির উর্দ্ধে থেকে সেই দায়িত্ব পালণ করতে পারি। বঙ্গবন্ধুর আদর্শ ধারণকারী কবি নুরুল আলম সত্যিকার অর্থেই একজন মাটির মানুষ। আমি তাকে ব্যাক্তিগতভাবে চিনি-জানি এবং শ্রদ্ধা করি। তিনি আমার বড় ভাই। চাকুরী জীবনে তিনি ছিলেন নির্লোভ এবং পরপোকারী ও ন্যায় নিষ্ঠাবান। আমি তার সব ধরণের প্রয়োজনে তাকে সহযোগিতা করবো। পরিশেষে কবির ৬৮তম জন্মদিন সফল এবং স্বার্থকসহ তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি। কবি মোহাম্মদ নুরুল আলমের বক্তব্যে উপস্থিত আলহাজ¦ আনোয়ার হোসেনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,আমার লিখুনী জীবনের স্বার্থকতা এখানেই পেয়েছি যে, সবাই আমাকে প্রাণের চেয়ে বেশি ভালবাসে। তবে সকলের কাছে আমার চাওয়া আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে এই নারায়ণগঞ্জের সম্মান ধরে রাখতে পারি। সামনে আমার ৩০টির মতো পান্ডুলিপির কাজে হাত দেয়া হবে আপনাদের সহযোগিতা আমার সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।