নারায়ণহগঞ্জ,বিজয় বার্তা ২৪
সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকার বহু অপকর্মের মূল হোতা, হত্যা মামলার আসামী, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতা কাইল্লা মাসুদের সহযোগী মাদক বিক্রেতা শামীমের ভাই সুমন (৩৪) কে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিআই খোলা এলাকা থেকে সিদ্ধিরগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৮৮পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক সুমন ওই এলাকায় তার ভাই শামীম এর মাদকদ্রব্য কাইল্লা মাসুদের শেল্টারে বিক্রয় করে আসছে বলে জানায়। তাকে তাদের দলের আরেক মাদক বিক্রেতা আনিস পুলিশে ধরিয়ে দেয় বলেও সে জানায়। আটক সুমন সিদ্ধিরগঞ্জ পুল এলাকার আইয়ুব আলীর ছেলে।
নাম না প্রকাশ শর্তে এলাকাবাসী জানায়, সিআইখোলা, পাইনাদি ও নতুন মহল্লায় কাইল্লা মাসুদের শেল্টারে অবাধে মাদক বিক্রয় হচ্ছে। বেশ কয়েক মাস থেকে মাসুদের দলে আন্তঃকোন্দল দেখা দেয়। মাদক ব্যবসায়ীরা বিভক্ত হয়ে পড়ে। গত মঙ্গলবার রাতে ৬লাখ টাকা আ্ত্মসাতের জন্য মাসুদ ও শামীম মিজান নামে এক যুবককে ফেন্সিডিল দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মিজানের এ মামলায় কুট্টি ও জাকিরকে আসামী করে। এ নিয়ে তাদের মধ্যে কোন্দলের মাত্রা আরো বেড়ে যায়। এর জের ধরেই তাদের দলের লোকজন সুমনকে পুলিশে ধরিয়ে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম জানান, সুমন দীর্ঘদিন ধরে সিআই খোলা এলাকায় পাইকারী ইয়াবা বিক্রয় করছে বলে পুলিশের কাছে তথ্য ছিলে। আটক সুমনের বিরুদ্ধে মাদক আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।