বিজয় বার্তা ২৪ ডট কম
ঐতিয্যাবাহী তরুণ মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার রাত সাড়ে ৯ টায় জমিদারী কাচারীগল্লি এলাকায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্য দিয়ে কমিটি ঘোষনা করা হয়।
এসময় তরুণ মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠনের সভাপতি তৌহিদ হাসান পিয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর আফসানা আফরোজা বিভা, তরুণ মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠনের উপদেষ্ঠা মহিউদ্দিন হোসেন, মতিউর রহমান মতিন, মো. সালাউদ্দিন, আনু হোসেন, দেলোয়ার হোসেন, মিঠু ব্যানার্জী।
তরুন মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠনে তৌহিদ হাসান পিয়ালকে সভাপতি হাজী মো. লিটনকে সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলাম লিপুকে সাংগঠনিক করে ৩৯ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
এসময় কবির হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদক একটি পরিবারের জন্য অভিশাপ। মাদক থেকে দূরে থাকতে খেলাধূলার প্রয়োজন। তরুণ মেলা ক্রীড়া ও সামাজিক সংগঠনকে আমি ধন্যবাদ জানাই। পুরনো এই সংগঠনটিকে আবার নতুন রুপ দেওয়ার জন্য। আপনারা যুব সমাজের জন্য বেশী করে খেলাধূলার আয়োজন করবেন।
জমিদারী কাচারীগল্লিবাসীর বিভিন্ন দাবিতে তিনি বলেন, আপনারা যে দাবিগুলো জানিয়েছেন সেগুলো আমি পূরন করবো। আপনাদের এলাকার মোড়ে অবৈধ অটো স্ট্যান্ড ও অবৈধ হকারদের আমি অতিশীঘ্রই উচ্ছেদ করে দিবো। সেই সাথে আপনাদের এলাকার রাস্তার পাশে ডিভাইডার দিয়ে ফুল গাছ লাগিয়ে এলাকার সৌন্দর্য্য আমি বৃদ্ধি করে দিবো। এসময় তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় জমিদারী কাচারীগলির এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন কবির হোসেন।