বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর বাসষ্ট্যান্ড সংলগ্ন ঝাউতলা এলাকার কুখ্যাত চাঁদাবাজ জামান ও বরিশাইল্লা মামুনের চাঁদাবাজি যেন থামছেইনা। জামান-মামুনের চাঁদাবাজির কারণে ইট-বালু ও নির্মাণ সামগ্রী বোঝাই ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীদের সাফ জানিয়ে দিয়েছে চাদাবাজ না রুখলে তারা আর এ অঞ্চলে ব্যবসা করবে না। কখনো কখনো ক্ষমতাশীনদলের নাম ভাঙ্গিয়ে ঝাউতলা এলাকার শহীদুল্লাহ সাইক্কার ছেলে জামান এবং বরিশাইল্লা মালেকের ছেলে বরিশাইল্লা মামুন ইটবালু ব্যবসার আড়ালে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ও ফেন্সিডিলের রমরমা ব্যবসা করে আসছে। পাশাপাশি চুরিকরা মোবাইলসেটসহ অনেক অপকর্ম করে বেড়ায়। কিছুদিন পূর্বেই এই এলাকার মাদক ব্যবসায়ীদের নিউজ পত্রিকায় প্রকাশ হলেও রহস্যজনক কারনে প্রশাসন তাদের ধরতে ব্যর্থ হচ্ছে। বন্দর থানা প্রশাসন কেন এই এলাকার মাদক ব্যবসায়ীদের ধরছেনা তা এলাকাবাসীর বোধগম্য নয়। এখনও তাদের চাদাবাজী অব্যাহত আছে প্রতিদিনই ইট-বালু বোঝাই গাড়ি আটক করে চালক হেলপারকে ভয় দেখিয়ে চাদা আদায় করছে। এলাকাবাসী তাদের অত্যাচারে অতিষ্ট কিন্তু কতিপয় পঞ্চায়েতের প্রভাবশালী অসাধু কিছু লোকের কারনে প্রতিবাদ করতে সাহস পায়না । বন্দর থানায় একাধিকবার অভিযোগ হওয়া সত্বেও কোন প্রতিকার মিলছে না। বর্তমানে এই চাদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কারনে এলাকায় শান্তি-শৃক্সক্ষলা চরম ভাবে ব্যহত হচ্ছে বলে এলাকাবাসী মনে করে।