বিজয় বার্তা ২৪ ডট কম
মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে হবে, তোমাদের প্রতি আমি এ আশা রাখি। শুধু শিক্ষিত হলে হবেনা সুশিক্ষায় শিক্ষিত হবে তোমাদের। বুধবার সকালে আদমজী এ্যাকটিভ হাই স্কুলে ২০১৭ সালের এস.এস.সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- আদমজী হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আহমেদ আলী খান, নতুন বাজার বনিক সমিতির সভাপতি আবুল হাসেম মন্টু, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাঈনুদ্দিন মেম্বারসহ আরো অনেকে।
এ সময় কাউন্সিলর মতি শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর আতœজীবনী তুলে দিয়ে বলেন, দুই বই পড়ে তা অনুসরন করবে তাহলে জীবন চলার পথ অনেক সহজ হবে। একটি হলো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) ও অন্যটি বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জীবনী। সব শেষে তিনি শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
প্রধান অতিথি বিদায়ী ছাত্রছাত্রীদের স্কুলের পক্ষ থেকে ব্যাগ পরীক্ষার্থীদের হাতে তুলে দেন। বিদায়ী শিক্ষার্থীরাও স্কুলে তাদের চীরঞ্জিব করে রাখতে ২০টি চেয়ার উপহার হিসেবে বিদ্যালয় কর্তৃপক্ষকে তুলে দেয়। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান শাহবুব আলম সুমন ও ভাইস চেয়ারম্যান মোঃ জাবের।