বিজয় বার্তা ২৪ ডট কম
ত্রুটি ও সাম্প্রদায়িক প্রভাবমুক্ত পাঠ্যপুস্তক এবং বিজ্ঞান ভিত্তিক একমুখি শিক্ষা ব্যবস্থার দাবিতে খেলাঘর নারায়ণগঞ্জ জেলার আয়োজনে শিশুদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় শহরের চাষাঢ়া শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চত্রুবর্তীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক মহসিনের সঞ্চালনায় এ সময়ে উপস্থিত ছিলেন, সস্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউল রাব্বী, কেন্দ্রীয় খেলাঘর আসরের সম্পাদক জহিরুল ইসলাম জহির, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, উদীচী জেলা সভাপতি জাহিদুল হক দীপু, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল হক কাজল, জেলা মহিলা পরিষদ নেত্রী এড. হাসিনা পারভীন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সজিব শরীফ, শিক্ষক প্রতিনিধি শাহানাজ জামান তৃপ্তি সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকগন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা শিশুদের পাঠ্য বইয়ে অস্বাভাবিক সব ভূল, সাম্প্রদায়িকতার প্রভাব ও সুকেীশলে মেীলবাদী শর্তাবলীর অনুসরনের তীব্র নিন্দা জানান। তারা বলেন, যে শিশুরা আগামী দিনের ভবিষ্য, যে শিশুরা আগামীতে দেশের হাল ধরবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের সুন্দর আগামীটাকে মেীলবাদ- জঙ্গীবাদের বিষ মাখানো শিক্ষার দিকে তিলে তিলে ধাবিত করা হচ্ছে। এর পরিমাণ হবে খুবই ভয়াবহ। তারা আরোও বলেন অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান ভিত্তিক একমুখি শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। অনতিবিলম্বে সাম্প্রাদায়িক প্রভাবযুক্ত বই প্রত্যাহার করতে হবে এবং অপকর্মের সাথে জড়িত কালপ্রিট গুলিকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অবিলম্বে প্রধানমস্ত্রী ও শিক্ষামস্ত্রীর প্রতি এই সমস্যা সমাধানের জন্য আহ্বান জানান বক্তাগন।