নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান বলেছেন,শিশুদেরকে ভাষাগত জ্ঞানদান করতে হবে। আগামী প্রজন্মকে বুঝাতে হবে ৫২ সালে ভাষা’র জন্য এই নারায়ণগঞ্জ থেকেই আন্দোলন শুরু হয়েছিল। কারা এই আন্দোলনের নেতৃত্বে ছিল তার সবকিছুই তাদেরকে অবগত করতে হবে। স্বাধীনতা এবং বিজয় দিবস সর্ম্পকেও তাদেরকে সঠিক ধারণা দিতে হবে। শনিবার বিকেল ৪টায় বন্দরের মদনপুরস্থ এস এম কিন্ডার গার্টেনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম ওসমান আরো বলেন,শীতলক্ষ্যা সেতু নিয়ে অনেকদিন ধরেই চেষ্টা চলছে। শীঘ্রই এর বাস্তবায়ন না হলে নিজেই আন্দোলনের ডাক দিব প্রয়োজনে মাননীয় প্রধাণমন্ত্রীর কাছে জোরালো অনুরোধ জানাবো। কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা তথা মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ আবুল জাহের,বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ,মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহাম্মেদ,বন্দর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ,হাজী আবুল কাশেম চেয়ারম্যান এম এ সালামের চাচা হাজী মোঃ মোবারক আলী,কুঁড়িপাড়া এলাকার সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন,রফিকুল ইসলাম মনা মেম্বার,মোঃ মোশারফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান চলাকালে সেলিম ওসমান শিক্ষার্থীদের নিজ মুখে কথা শুনে বিদ্যালয়ের বৈদ্যুতিক পাখা এবং আসবাবপত্র প্রদানের আশ্বাস প্রদান করেন। পরে তিনি শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।