বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনে ডেমো ট্রেনের ধাক্কায় পাথরবোঝাই একটি ট্রাক কয়েক টুকরো হয়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫জনের মধ্যে ২জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার মাঝরাতে শাহজাহান রোলিং মিল এলাকায় রেলক্রসিংএ এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন,রানা, জামাল, মোশাররফ, আলমগীর। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জামাল ও মোশাররফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার বাসিন্দা ফতুল্লা সানশাইন স্কুলের শিক্ষিকা মিনারা বেগম জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ডেমু ট্রেন ফতুল্লার শাহজাহান রোলিং মিলের সামনে পৌছালে রেল ক্রসিং পারাপারের সময়ে পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ট্রেন আসার সঙকেত পেয়েও টপাথর বোঝাই ট্রাকটি দ্রুত রেল ক্রসিং পারাপারের চেষ্টা চালায়। এ সময় ট্রেনের ধাক্কার ট্রেনটি কয়েক টুকরো হয়ে আশেপাশে ছিটকে পড়ে। এতে অন্তত ৪জন আহত হয়। দুর্ঘটনার পর কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থলে যাওযা ফতুল্লা মডেল থানার এস আই আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার তাহমিনা নাজনীন জানান, রাতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে রানা, জামাল, মোশাররফ, আলমগীর নামে ৫জনকে আনা হয়। অবস্থা গুরুতর থাকায় জামাল ও মোশাররফকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।