বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের একমাত্র পুত্র অয়ন ওসমান সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন।
বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ বছর পূণর্মিলনী ২০১৭ সফল করার লক্ষ্যে মহানগর ছাত্রলীগের আয়োজনে শনিবার বিকাল ৩ টায় তোলারাম কলেজের মূল ভবনে কর্মী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, অয়ন ওসমান মহানগর ছাত্রলীগের ঐক্যতা ধরে রেখেছে। তিনি তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে শৃৃঙলাভাবে পথ চলাচ্ছে। তার কথা কাজে মিল রয়েছে। তাকে একবার প্রস্তুতিমূলক সভা করার কথা জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছিলেন কোন মিটিং করা লাগবে না আপনারা ডাক দিলে নারায়ণগঞ্জ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী ঢাকায় চলে আসবে। তার কথা মতে আজকের এই অনুষ্ঠানে নেতাকর্মীদের অংশগ্রহন দেখে বুঝতে পারছি। সত্যিই তিনি প্রশংসনীয় একজন মানুষ।
নারায়ণগঞ্জের প্রশংসা করে তিনি বলেন, এই জেলার মানুষ স্বাধীনতা যুদ্ধ ,ভাষা আন্দোলন সহ বাংলাদেশের বড় বড় আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা পালন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এই দেশেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এসময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়ে বলেন, কথায় নয় কাজে বড় হতে হবে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে ঠিক মত লেখাপড়া করতে হবে। যারা পড়ালেখা করেনা তাদের ছাত্রলীগে কোন স্থান নেই। কারন শিক্ষিত না হলে ভাল নেতা হওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগ থেকে শিক্ষিত ছাত্র নেতাদের চান যাতে করে তারা এদেশের নেতৃত্ব দিতে পারে।
সব শেষে তিনি বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ বছর পূণর্মিলনী সফল করতে মহানগর ছাত্রলীগের সকল নেতাকর্মীকে কর্মসূচিতে অংশগ্রহন করতে আহ্বান জানান। সেই সাথে মিলন মেলায় শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের আহ্ববায়ক ও তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাসনাত রহমান বিন্দু এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. শাহজালাল শাওন, উপ ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মেহজাবিন মোস্তাকিম জাবিন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ যুগ্ম আহবায়ক নাছিম মাহমুদ তপন, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগের নেতা শাহরিয়ার হোসেন বাপ্পি, আহমেদ কাউছার, সাদ্দাম হোসেন জিতু, আইন কলেজ শাথা ছাত্রলীগের সভাপতি এম এম হাসান, সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইলিয়াস আহমেদ, সহ সভাপতি নাজির ওয়াহিদ,শাহরিয়ার পরশ সহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।