বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ১৯শে মার্চ বাংলাদেশ তাঁতী লীগের জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করায় শনিবার ঢাকার ধানমন্ডিতে আনন্দ র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেন্দ্রীয় আ’লীগের সা. সম্পাদক ওবায়দুল কাদের ও দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপকে ফুল দিয়ে শুভেচ্ছা নিবেদন করেন কেন্দ্রীয়, না’গঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ। এদিন দুপুরে না’গঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি এইচ এম ওসমান গণি বেলাল ও সা. সম্পাদক গোলাম মাওলা বাবুলের নেতৃত্বে কেন্দ্রীয় তাঁতী লীগের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর, না’গঞ্জ জেলা, বন্দর, সোনারগাঁও, সদর, ফুতল্লা, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও পৌরসভা, সাদিপুর, মদনপুর ও ধামগড় ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থেকে আনন্দ র্যালী, ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন ও আ’লীগের রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় আ’লীগের নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে ও আ’লীগের রাজনৈতিক কার্যালয়ের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনায় তাঁতী লীগের সকল বিদ্যমান জঞ্জাল পরিস্কার করে কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য, তারাব পৌরসভার বাংলাদেশ আ’লীগ মনোনীত ১ম নির্বাচিত সাবেক মেয়র ও মাহবুব গ্রুপের চেয়ারম্যান মাহবুবুর রহমান খাঁনের হাতে তাঁতী লীগের নেতৃত্ব আগামী কাউন্সিলে তুলে দেয়ার আহবান জানানো হয় এবং নেতা-কর্মীরা মাহবুবুর রহমান খাঁনকে সভাপতি রূপে দেখতে চাই এ স্লোগানে রাজপথ কাপিয়ে তুলেন। তাছাড়া আ’লীগের রাজনৈতিক কার্যালয়ের সম্মুখেও নেতা-কর্মীরা মাহবুব খাঁনের হাতে দায়িত্ব তুলে দেয়ার স্লোগান দিয়ে সমগ্র ধানমন্ডি প্রকম্পিত করেন। বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা প্রায় কয়েক হাজার নেতা-কর্মীরা সমবেত হয়ে সকল কার্যক্রমে অংশ নেন।