বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে খাদেমপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী আতিক উদ্দিন গেসু একজন প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় বার বার সে গ্রেফতার হলেও টাকার জোরে সে মুক্তি পেয়ে যায়। ইদানিক তার মাদক ব্যবসার পাশাপাশি তার স্ত্রী রুসুর টেইলার্স ব্যবসার আড়ালে বাসায় বসে মাদক ব্যবসা পরিচালনা করে থাকেন। গেসু ইয়াবা,ফেনসিডিল ও হেরুইন বেচার পাশাপাশি নবীগঞ্জ দরবারের সামনে চৌধুরী বাড়ির এলাকায় সন্ত্রাস এর রাম রাজত্ব কায়েম করছে।
এই মাদক বিক্রির কারনে এলাকার স্কুল ও কলেজগামী শত শত শিক্ষার্থীরা এই মরননেশায় জোকে পড়ছে। ক্ষমতাশীন রাজনৈতিক দল যেখানে মাদক নির্মূলের জন্য উঠে পড়ে লেগেছে সেখানে গেসু এবং রুসু প্রশাসন ও সরকারের দিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তারা খাদেমপাড়া এলাকায় মাদকের রমরমা বানিজ্য করে আসছে। এলাকাবাসী জানান মাদক ব্যাবসায়ী গেসুর রয়েছে বিশাল সন্ত্রাস বাহিনী কেউ তার বিরুদ্ধে মুখ খুললে তার পালিত সন্ত্রসীরা তাদের উপর হুমকি ও নানা রকম ভয়ভীতি দেখায়। এলাকার সুশীল সমাজের দাবী মাদক ব্যবসায়ী গেসু ও রুসুকে আইনের আওতায় এনে তরুন সমাজকে রক্ষা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।