বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানার বার্ষিক অপরাধ হাল চিত্রে গত ২০১৬ ইং সালের জানুয়ারী হতে ডিসেম্বর মাসের ৩১ তারিখ পর্যন্ত বিভিন্ন অপরাধে ১২মাসে মোট ১হাজার ৩৫টি মামলা রুজু হয়েছে।এর মধ্যে গত বছর মার্চ মাস হতে ডিসেম্বর মাস পর্যন্ত ফতুল্লার আইন শৃৃঙ্খলা জেলার অন্যাণ্য থানার চেয়ে ভালো রাখতে সক্ষম ছিলেন থানার র্সাকেল ্এ এস পি মো. শরফুদ্দীন ও থানার অফিসার ইনচাজর্ মো. কামাল উদ্দিন এমনটাই বলছেন থানা পুলিশ ও এলাকার সচেতন মহল।ও,সি কামাল উদ্দিন যোগদানের পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৪কোটি ৫০ লক্ষ ২৮হাজার ৪শ৭৫ টাকার মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে।প্রায় সাড়ে ৪শ মামলায় সাড়ে ৫শ আসামীগ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, ফতুল্লা মডেল থানায়বিভিন্ন অপরাধে গত জানুয়ারী মাসেমোট মামলা রুজু হয়েছে ৭৬টি।ফেব্রুয়ারী মাসে ৭৭টি,মার্চ মাসে ৮১টি।এপ্রিল মাসে ৭৭টি,মে মাসে ৮৯টি, জুন মাসে ৯২টি,ঝুলাই মাসে ৭৭টি, আগষ্ট মাসে ১০৭টি,সেপ্টেম্বর মাসে ৬৪টি, অক্টোবর মাসে ১২০টি, নভেম্বর মাসে ৮৫টি এবং ডিসেম্বর মাসে৮০টি মামলা রুজু হয়েছে।সর্বমোট ১হাজার ৩৫টি মামলা রুজু হয়েছে।অপমৃত্যু মামলা রুজু হয়েছে গত ১ বছরেমোট ৫৯টি।এর মধ্যে মাদক সহবেশ কিছু মামলা র্যাব ওজেলা ডিবি পুলিশ মাদক দ্রব্য অধিদপ্তরের মামলা ছিলো ।ফতুল্লা মডেল থানায় গত ১৫ র্মাচ অফিসার ইনর্চাজ কামাল উদ্দিনযোগ দানের পরে থানার আইন শৃঙ্খলা ভালোই ছিলো এমনটাই দাবী করছেন ফতুল্লা বাসী ।তিনিযোগদানের পরে র্মাচ মাসে ৩৭টি মামলায় ৪১জনগ্রেপ্তার করেন।ইয়াবা ৪৭২২পিস,ফেন্সিডিল১০৮বোতল,হেরোইন ৬ গ্রাম,বিয়ার ২০ ক্যান,বিদেশী মদ ১বোতল, উদ্ধার করেছেন।এপ্রিল মাসে ৪২টি মামলায় ৪৭জনগ্রেপ্তার করেছেন। ইয়াবা ৮৩৪১২পিস ,৩০বোতলফেন্সিডিল, ২৮ ক্যান বিয়ার,২৫ গ্রামহেরোইন,৩শ গ্রাম গাঁজা,দেশী রিভালবা ১টি,২২বোর গুলি,২টি ৪টিছোড়া,উদ্ধার করেছেন। মে মাসে ৫৬টি মামলায়গ্রেপ্তার করেছেন ৬৫টি জন।৫০৬৩পিস ইয়াবা, ২৬৬বোতল ফেন্সিডিল,১৯৯ ক্যান বিয়ার,হেরোইন ৫গ্রা:চোলাই মদ ১বেতল, গাঁজা ৭ কেজি ৪০০ গ্রাম বিদেশী পিস্তল১টি৮রাউন্ড গুলি,চাকু ২টি তলোয়ার ১টি উদ্ধার করেছেণ।জুন মাসে ইয়াবা ৪৮২৯পিস ,৬০বোতলফেন্সিডিল, বিয়ার ৯৬ ক্যান,হেরোইন ৩০ গ্রাম,গাঁজা ১কেজি৪০০গ্রাম, বিদেশী পিস্তল ১টি ,গুলি ৪ রাউন্ড,চাকু ২টি, তলোয়ার ১টি উদ্ধার করেছে।জুলাই মাসেইয়াবা ১২৮৩৫পিস,ফেন্সিডিল ২৩বোতল,হেরোইন ৩০ গ্রাম,গাঁজা কেজি ৪৫০ গ্রাম, উদ্ধার করেছে। আগষ্ট মাসে ইয়াবা ৫৯৭৯পিস ১৪৪ ক্যান বিয়ার ৪৫ গ্রাম হেরোইন,চোলাই মদ ২০বোতল, গাঁজা ১৪কেজি ৮০০গ্রাম, বিদেশী মদ ৬লিটার, ছুরি ১টি ,রামদা ১ট্ িএই মাসে ৬৫টি মামলায় গ্রেপ্তার করেছে ৮৩ জন।সেপ্টেম্বর মাসে ্ইয়াবা৩৩৪২ পিস,৫০বোতলফেন্সিডিল,হেরোইন ৪৯ গ্রাম,চোলাই মদ ৪লিটার, গাঁজা ২কেজি, বিদেশী পিস্তল ১টি,গুলি ৩ রাউন্ড।অক্টোবর মাসে ইয়াবা ৩৫৪৪পিস,ফেন্সিডিল ৮০বোতল,বিদেশী মদ ৮লিটার,দেশী মদ ৩৫লিটার চোলাই মদ ৭লিটার, গাঁজা কেজি,বিয়ার ৫ ক্যান,হেরোইন ৬৫গ্রাম,বিদেশী পিস্তল২টি,গুলি ৫রাউন্ড ছুরি ৩টি, রামদা ১টি,৫৩ মামলায় ৬৮ জনগ্রেপ্তার করেছে। নভেম্বর মাসে ২৫ মামলায় গ্রেপ্তারি করেছেন ৩৫জন। ইয়াবা ১২৪০ পিস,ফেন্সিডিল ১২৬বোতল, গাঁজা কেজি ১৬০ গ্রাম,হেরোইন সাড়ে ৬২ গ্রাম ,বিয়ার ১২ ক্যান ,উদ্ধার করেছে পুলিশ।ডিসেম্বর মাসে ২১ লক্ষ ৪ হাজার ৯শ টাকার মাদক উদ্ধার করেছেন পুলিশ। ফতুল্লা মডেল থানা পুলিশ যে সকল দাগী ও চিহ্নিত তালিকা ভুক্ত সন্ত্রাসীগ্রেপ্তার করেছেন এরা হলো,ফরহাদ,ফারুক মন্ডল, লিমন, পিচ্ছি মিজান, সাজু, শহীদ, মিরু, কুখ্যাত চুন্নু, মিঠুন, আজাদ ,ডাকাত লিপু,ডাকাত শাহিন, মিনু রাসেল,দেলোয়ার ওরফেদেলা,সেন্টু কাজী, রনিদাস, সহ াারো অনেক সন্ত্রাসী।মাদক ব্যিবসায়ীদের মধ্যে যারা নগ্রেপ্তার হয়েছে এরা হলো, মাদক ব্যবসায়ী নাদিম, পারুলি, শিবু,নাইট পারভিন, ফাতেমা,দিপু, মাহবুব শাহিন, সুমন,নিশা,মাইচ্ছা শাহাজাহান, আবুবক্কর,মোজা, মনির, আমির, জয়ন্ত জয়, আসলাম, ফাহিম,ফারুক, খোকন, পাভেজ,,ফালান, মান্নান,আসাদ রিপন, সহ আরো অনেককে।ফতুল্লা মডেল থানারযেমন কাজে সুনাম করেছেন কিছু সমস্যা ও জনগনভোগ করছেন,যেমন জিডি করতে এসে সাধারন মানুষ হয়রানি হচ্ছে। টাকা ছাড়া পুলিশ নড়ছেননা। এছাড়া থানার ভিতরে এসিল্যান্ড আছে এক এ,এস আই । তার দাপটে কাছে অনেকে দিশেহারা। তিনি সেভেন মার্ডারের সময়যোগ দান করেছেন এই থানায় সাবেক ওসি আসাদের আস্তা ভাজন ছিলেন। এখনও সুকৌশলে পুিলশ বান্ধব বর্তমান ওসি কামালের মেইকিং অভিনয় করে মন জয় করে দীর্ঘদিন এই থানায় আছেন।অথচ অনেকেযোগদান করে ২ মাস তিন মাস থাকতে পারেনা। কিন্তু এই এসিল্যান্ড এ এস আই মোকসেদ মোল্লা দীর্ঘদিন আছেন তা কি জেলা পুলিশ সুপারের নজরে পড়েনা এমন মন্তব্য সাধারন জনগনের।ওসি কামাল উদ্দিনের সরলতায় অনেকে বে আইনি কাজ করছেণন।চেকপোষ্ট যাকে তাকে ধরে সামারী করছেন। তার পরও ফতুল্লা বাসী বর্তমান ওসি কামাল উদ্দিনের কাজে ও থানার সাশন ভারে সবাই সনেÍষ্ট।তিনি যথেষ্ট বিচোক্ষনতায় কাজ করে বিশাল শিল্পাঞলের আইন শৃঙ্খলা ভালো রাখতে সক্ষম হয়েছে। তবে অনেকে তাঁর বিরুদ্ধে মাঝে মাঝে উল্টা পাল্টা মন্তব্য ছুড়ে যাদের স্বার্থের আঘাত লাগে এমন মন্তব্য ব্যবসায়ী ও সচেতন মহলের। ফতুল্লা তানার ওসি জানান একই মায়ের সন্তান বাবা-মা আখলাক ঠিক রাখতে হিমশিম খায় আর আমিতো অনেক মায়ের সন্তান নিয়ে কাজ করি, ভূলত্রুটি হতে পারে এটাই স্বাভাবিক। তবে চেষ্টাকরি আমার থানার পরিবেশ আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে আমি ওসি হিসাবে ব্যবস্থা নিব।