বিজয় বার্তা ২৪ ডট কম
মহান ভাষা দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা (জাতীয় শিশু-কিশোর সংগঠন) নারায়ণগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ই জানুয়ারী) বিকালে নগরীর চাষাড়াস্থ রামবাবুর পুকুরপাড় এলাকায় ইউনির্ভাস স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় দিবসগুলো পালন উপলক্ষে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ মাসুম মিয়া, সাধারন সম্পাদক এস.এস.এম মোনতাসির, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সু-শোভন রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ রনি আলম, মহিলা ও অর্থ বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ একরামুল হক ও সংগঠনটির উপদেষ্ঠা মোঃ মাসুদ রানা।