বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ইপিলিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে তিনদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় বন্দর থানার নোয়াদ্দা (মুন্সিবাড়ী) ইপিলিয়ন ফাউন্ডেশন মাঠে এ চিকিৎসা কার্যক্রম শুরু হয়। মেডিসিন, শিশু, গাইনী বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা ৬টি পৃথক কাম্পে ১৭’শ রোগী চিকিৎসা সেবা প্রদাণ করছেন। ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্যোক্তা ইপিলিয়ন গ্রুপের স্বত্ত্বাধিকারী রিয়াজউদ্দিন আল মামুন ও জুনাইদ আবু সালেহ মুসা। চিকিৎসা কার্যক্রম উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ইপিলিয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা জবরুল ইসলাম, আবদুল হাকিম, আশরাফ ফেরদৌস কালুন, রফিকুর রহমান কাজল, সাবেক জাতীয় ফুটবলার আমান, আঃ হালিম জুয়েল, ইপিলিয়ন গ্রুপের ডিজিএম মোহাম্মদ শাহ আলম, ম্যানেজার সিএসআর নাজমুল আহসান, মাহমুদুর রহমান কামাল, মীর আসলাম, সাবেক মেম্বার নুরু মাষ্টার, মহসিন প্রমুখ। চিকিৎসা নিতে আসা রোগীরা জানায়, ইপিলিয়ন ফাউন্ডেশন তিনদিনব্যাপী মেডিকেল ক্যাম্প বিপুল সংখ্যক মানুষের ফ্রী চিকিৎসার ব্যবস্থা করেছে। এবং ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলবে। এতেকরে রাজধানী ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা হাতের কাছে পাওয়া যাচ্ছে। ইপিলিয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা জবরুল ইসলাম জানান, তিনদিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প করেই শেষ না এর ধারাবাহিক চিকিৎসার জন্য রোগীদের কম্পিউটারাইজ ডাটাবেজ করা হয়েছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে।