বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে আবারও মাদকদ্রব্য চোরাচালানের মাফিয়া ডনেরা পুনরায় তৎপর হয়ে উঠেছে,যেমনটি তৎপর হয়ে উঠেছিল বিগত বিএনপির মহাজোট সরকারের আমলে। সন্ধ্যা শেষে রাত নেমে এলেই শহরের প্রতিটি অলিতে গলিতে উঠতি বয়সের যুব সমাজের ব্যপক তৎপরতা দেখা যায়। কি যেন এক ব্যস্ততা তাদের তাড়া করে বেড়াচ্ছে। এ শ্রেণীর যুবকরা উচ্চ শব্দ ও নিয়ন্ত্রণহীন মোটর সাইকেলের একের পর এক আনাগোনা চালাতে থাকে। বিভিন্ন গোপন তথ্য থেকে পাওয়া যায় এসব উঠতি বয়সের যুবক- যুবতি,তরুণ-তরুনীরা মরণ নেশা ইয়াবায় আক্রান্ত হয়ে পড়েছে। প্রায় প্রতিটি ঘরেই যুব সমাজের কাছে পৌঁছে গেছে মরণ নেশা ইয়াবা। অতি সহজলভ্য এ মাদক সেবনের অর্থ যোগাতে তারা যে কোন অপরাধ করতে দ্বিধাবোধ করেনা। অভিভবকরা তাদেরকে শত বাধ্য বাধকতার মধ্যে রেখেও ফেরাতে পারেনি মরণ নেশা ইয়াবা নামক ভাইরাস জ্বর থেকে।
তথ্য সুত্রে জানা যায়,বন্দর ছালেনগর এলাকার মাসুম মিয়ার ছেলে হৃদয়,ছোবহান মিয়ার ছেলে সজিব,শাহজালালের ছেলে আক্তার,তৌছিব মিয়ার ছেলে জয়নাল,বাড়ইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে কেড়া রুবেল,লিটন মিয়ার ছেলে পলাশ,বোবা মিয়ার ছেলে মানিক,মুক্তার মিয়ার ছেলে রাজু,বাদশা মিয়ার স্ত্রী নারী মাদক ব্যবসায়ী লাকি,রুপালী গেইট এলাকার কাইল্লা মিয়ার ছেলে আরিফ,মাহমুদনগর এলাকার বসির উদ্দিন (বসু)মিয়ার ছেলে মোঃ আমান ওরফে কাইল্লা আমান,মৃত আঃ রাজ্জাক মিয়ার ছেলে ফালা,মৃত নান্নু মিয়ার ছেলে নুরামিন,মৃত হাসমত মিয়ার ছেলে তরকারী বিক্রেতা গাঁজা গনি,মাহমুদনগর ব্যাপারী পাড়া এলাকার মৃত হোসনা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (গেসু),একই এলাকার আলহাজ¦ হান্নানের ছেলে বিপ্লব,আজিজ ওরফে আইজ্জা,লালমিয়া ওরফে লাউল্লার স্ত্রী সেলিনা বেগম,মৃত মেঘা ডাকাতের ছেলে হোটেল ব্যবসায়ী ইসমাঈল,মৃত মোকরম আলী ওরফে কলকি’র ছেলে নাছির,ব্যাপারী পাড়া এলাকার রওশন জামাল ওরফে বুইট্টার ছেলে রোমান অবাধে প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে এ মরন নেশা মাদক বীরদর্পে ক্রয়-বিক্রয় করে আসছে। পত্রিকায় প্রকাশ করার পরও থেমে নেই তাদের এই মাদকের রমরমা বানিজ্য।
এ বিষয়ে বন্দর থানার ওসি বলছেন, যারা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত তারা যে একটা নেটওয়ার্কের মাধ্যমে কাজ করছে সেটা সুস্পষ্ট। তবে তারা সেটা খুব সহজে করতে পারছে না। তাদের চেষ্টা সবসময় সফল হচ্ছে না। প্রায়ই তারা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে। আর আমরাও চেষ্টা করছি বন্দরে যেন মাদক বিক্রি না হয়। বন্দরের মানুষ যাতে মাদকমুক্ত থাকতে পারে। এছাড়া ইয়াবা পাচারের নেটওয়ার্কের সদস্যদের গ্রেফতারেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ইয়াবা ব্যবসায়ীরা প্রায়ই নানা কৌশলে ইয়াবা বিক্রি করছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোন মতেই মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ চলবে না।