বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ২ ভূয়া ডাক্তারকে ভ্রাম্যমান আদালত ১ মাসের সাজা প্রদান করেছে। শুক্রবার দুপুরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট মৌসুমী হাবিব এ রায় দেন। সকালে বন্দরের শাহী মসজিদ বউ বাজার এলাকায় অপ চিকিৎসা দেয়ার সময় জনতা ২ জন ভূয়া ডাক্তারকে ধরে কাউন্সিলর হান্নান সরকারের অফিসে নিয়ে যায়। হান্নান সরকার ভূয়া ডাক্টারদের তাৎক্ষনিক পুলিশে সোপর্দ করেন। পুলিশ তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করে। সাঁজাপ্রাপ্তরা হলো হবিগঞ্জের বড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রুহুল আমিন (৩৫) কে ১৫ দিন ও সিরাজগঞ্জের কোরবান আলীর ছেলে কামাল হোসেন (৪২) কে ১ মাসের সাঁজা দেন। দুপুরে ভ্রাম্যমান আদালতের রায়ের পর পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করে।