বিজয় বার্তা ২৪ ডট কম
“জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষন (৬৪ জেলা)” প্রকল্পের ৬ষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন এবং সেলাই ও ক্যাটারিং প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এই প্রকল্পের প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট বিতরন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের স্ত্রী ও জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ কমার্স কলেজের অধ্যক্ষ শিরিন বেগম, জাতীয় মহিলা সংস্থার নারায়ণগঞ্জ জেলার সদস্য কামরুন্নেসা মিতালী, মাহামুদা রহমান ডালিয়া, মেহেরুন নেছা মাসমা ও মো. বারী সহ অনেকেই।
প্রশিক্ষনার্থীদের সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।