বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানার সহকারি দারোগা সরোয়ার্দী কর্তৃক মাদক ব্যবসায়ীর ৫শ’ ৫৫পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬০ হাজার আতœসাতের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার মাদক উদ্ধারের নামে সরোয়ার্দীর পুকুর চুরির মতো দুর্ণীতির ঘটনাটি পুলিশের ভাবমূর্তিকে খাটো করে দিয়েছে। যেই মুহুর্তে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ন্যায়-নীতিবান পুলিশ সুপার মঈনুল হকের নেতৃত্বে একের পর এক কৃতিত্ব অর্জণ করে চলেছে ঠিক সেই মুহুর্তে সরোয়ার্দীর উৎকোচ বানিজ্য মাদক আতœসাতের ঘটনাটি পুলিশ বিভাগে অনেকটা প্রভাব সৃষ্টি করেছে। বন্দরের সর্বস্তরের মহল এ ঘটনার সুষ্ঠ বিভাগীয় তদন্ত সাপেক্ষে আশু কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। তথ্য সূত্রে জানা যায়,বন্দরের বাড়ইপাড়া এলাকার মৃত ফজল করিম মিয়ার ছেলে বাহাদুর দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। প্রতিদিনের ন্যায় রোববার গভীর রাতে নিজ বাড়িতে অবস্থানকালে গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানার সহকারি দারোগা আলম সরোয়ারদী তার ঘরে অভিযান চালায়। এ সময় পুলিশ তার হেফাজতে থাকাবস্থায় ৫শ’৫৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে আলম সরোয়ারদী বাহাদুরের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে প্রথমে ৪০ হাজার এবং পরে আরো ২০ হাজারসহ সর্বমোট ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে এ এস আই সরোয়ারদীর সঙ্গে আলাপকালে তিনি ঘটনার সত্যতা অস্বীকার করে সাংবাদিকদের জানান,আপনি দেখা করবেন ভাই চায়ের দাওয়াত রইল।বন্দরে উৎসবমুখর পরিবেশে