নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ বলেছেন,আপনারা ব্যাক্তি বুঝে ভোট দেবেন। নতুন করে যারা প্রার্থী হয়েছেন কিংবা হবেন তারা যদি আমার চাইতে ভাল কিছু করতে পারে বলে মনে করেন তাহলে তাদেরকে নির্বাচিত করবেন। তাতে আমার কোন আফসোস থাকবেনা। কিন্তু অনুরোধ থাকবে এমন কাউকে নির্বাচিত করবেননা যাকে নির্বাচিত করলে আপনাদের জীবনে ঝুঁকি দেখা দিবে। শুক্রবার বিকেল ৫টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বন্দরের জিওধরাস্থ তরুন সংঘ আয়োজিত ডিগবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণীতে প্রধাণ অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেলোয়ার প্রধান আরো বলেন,আমি উন্নয়ন করতে সর্বদা প্রস্তুত আছি। অতীতে চেষ্টা করেছি আপনাদের দুঃখ-দুর্দশা লাঘব করতে,পূণরায় নির্বাচিত হলে কলাগাছিয়াকে মডেল ইউনিয়নে পরিণত করার চেষ্টা করবো। জিওধরা এলাকার সমাজ সেবক মোঃ আক্তার হোসেন (বিএ)’র সভাপতিত্বে স্থানীয় কবরস্থান সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ ইউসূফ মেম্বর,সমাজ সেবক মকবুল হোসেন,মনির হোসেন,জিওধরা পঞ্চায়েত কমিটির সভাপতি সোঃ শহীদ ভেন্ডার,মেম্বার প্রার্থী বিউটি আক্তার,মাতবর আলী,মাসুদ প্রধাণ,মোঃ রাশেদ মাষ্টার,মোঃ স্বপন ভেন্ডার,মোঃ নূর আলম,মোঃ সবুজ প্রধাণ,মোঃ মিছির আলী,মোঃ আসাদ,মোতালেব হোসেনম,মোঃ আমানউল্লাহ মেম্বার ও মোঃ মতিউল্লাহসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। টুর্ণামেন্টে জিওধরা একাদশ প্রতিপক্ষ নবীনগর একাদশকে ২-০ গোলের ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত করে টিভি কাপ শিরোপা লাভে সক্ষম হয়।