বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বলাৎকারের বিচারের নামে করা হলো সীমাহীন প্রহসন। ভুক্তভোগী প্রতিবন্ধী শিশুর পরিবারের হাতে জোরপূর্বক তিন হাজার টাকা ধরিয়ে দেয় এলাকার সালিশরা। প্রহসনের এ ঘটনার বহিঃপ্রকাশ ঘটে ২৬ ডিসেম্বর সোমবার রাতে থানার বন্দর শাহী মসজিদ এলাকায়। এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন শোনা যচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর শাহী মসজিদ এলাকার সারেং মিয়ার লম্পট পুত্র গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় পার্শ¦বতী দত্তবাড়ি এলাকার মোহাম্মদ হোসেনের প্রতিবন্ধী ছেলে আমিনুলকে বিরানী খাওয়ার প্রলোভনে ফেলে তার হোসিয়ারী কারখানার ভিতরে নিয়ে বলাৎকার করে। বিষয়টি জানা জানি হলে শিশু আমিনুলের মা বাদী হয়ে সোমবার বিকালে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও স্থানীয় কথিত সালিশ বিচারের নামে নবনির্বাচিত কাউন্সিলর হান্নান সরকারের অফিসে প্রহসন করে জোরপূর্বক বাদীনীর সাক্ষর সাদা কাগজে রেখে তিন হাজার টাকা হাত ধরিয়ে দেয় এবং নিজের পকেটে পুড়েন নগদ ৭ হাজার টাকা। কথিত সালিশীরা বাদীনীকে এ নিয়ে বাড়াবাড়ি করলে পিটিয়ে মহল্লা থেকে বের করে দেয়া হবে বলে ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষাভের সঞ্চার করছে। এলাকাবাসী তদন্তপূর্বক এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছে।
এ ব্যাপারে কাউন্সিলর হান্নান সরকার বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। বিচার করেছে এলাকার পঞ্চায়েতরা।