বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে গালমন্দের প্রতিবাদ করায় কামড়ে ডক শ্রমিক সাদ্দাম হোসেন(২৪)এর কান কেটে নিয়েছে মাসুদ নামে এক বখাটে। সম্প্রতি থানার শুভকরদী গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত সাদ্দামকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পারিবারিক সূত্র জানায়,বন্দরের শুভকরদী গ্রামের শওকত আলীর স্ত্রী সেলিনা বেগমে সঙ্গে পাশর্^বর্তী গ্রামের দীল মোহাম্মদের স্ত্রী জয়নব বেগমের গাছের ডালা কাটা নিয়ে বিরোধ হয়। এরই মধ্যে দীল মোহাম্মদের দু’ বখাটে ছেলে যথাক্রমে মাসুদ ও দুলাল সেলিনাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। এমনকি মারপিটের জন্য উদ্যত্ত হলে এ সময় সেলিনার ছেলে সাদ্দাম প্রতিবাদ করলে এক পর্যায়ে বখাটে মাসুদ ক্ষিপ্ত হয়ে সাদ্দামের বাম কানে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে ছিঁড়ে ফেলে। বখাটে দু’সহোদরের আঘাতে সাদ্দাম জখমাবস্থায় সাদ্দাম ডাক চিৎকার করলে আশ পাশের লোকজ ছুটে আসার আগেই উল্লেখিতরা দ্রুত চম্পট দেয়। পরে উপস্থিত লোকজন আহত সাদ্দামকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।