বিজয় বার্তা ২৪ ডট কম
ভারের বোজা সইতে পারছেননা বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন। দীর্ঘ ১০ বছর ধরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ এ পদটি অত্যন্ত নিষ্ঠার সাথে পালণ করলেও অবধারিত এই ১০ বছরে ভারপ্রাপ্তের ভারটি অদ্যাবধি সরানো হয়নি। ফলে ভারাক্রান্ত মন নিয়ে এখনো নিরবে নিস্তব্দে কাজ করে যাচ্ছেন ত্যাগী এ নেতা। বিগত ইউনিয়ন পরিষদ নিবাচনে আবেদ দলীয় প্রার্থীদের পক্ষে বিরামহীনভাবে কাজ করেছেন। দিনরাত পরিশ্রম করে অগ্রণী ভূমিকা পালণ করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদ ভারপ্রাপ্ত এ সাধারণ সম্পাদক আবেদ হোসেনের সুচারু নেতৃত্ব দীর্ঘ দিন পরে হলেও দলে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেও ভারের বোজায় যেন কাজের স্পৃহা হারাতে চলেছেন আবেদ হোসেন। এদিকে আবেদ হোসেন বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেও খুরশিদ আলম সাগর এখনো নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে দাবি করার প্রসঙ্গে আবেদ হোসেন বলেন,সাধারণ সম্পাদক পদে আমিই ভারপ্রাপ্ত হিসেবে আছি এটা দলই আমাকে দায়িত্ব দিয়েছে আগে যিনি ছিলেন তাকেও সাংগঠনিকভাবেই দায়িত্ব দেয়া হয়েছে। সুতরাং এরপর কেউ যদি ওই পরিচয় দিয়ে বেড়ায় সেটা তার ব্যাপার। এ ব্যাপারে থানা আএয়ামীলীগের সভাপতি এম এ রশীদ বলেন,আবেদ হোসেনকে সাংগঠনিকভাবেই দায়িত্ব অর্পন বরা হয়েছে। এরপর যদি ওই পদের পরিচয় কেউ দিয়ে থাকে তাহলে সেটা তার ভুল চিন্তা ভাবনা। ভারপ্রাপ্ত হিসেবে দলীয়ভাবে যেহেতু আবেদকে দেয়া হয়েছে আবেদই বৈধ পদধারী। তবে আওয়ামীলীগ করে এমন কেউ যদি আওয়ামীলীগের বিভিন্ন কর্মকান্ডে অংশ নিয়ে থাকে সেটা তার একান্তই ব্যাক্তিগত।