বিজয় বার্তা ২৪ ডট কম
৬নং ওয়ার্ডবাসীর রঙ আর ফুলেল শুভেচ্ছায় ভরে উঠেছে মতিউর রহমান মতির কাউন্সিলর নির্বাচিত হওয়ার জয়ের আনন্দ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলো সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মতিউর রহমান মতি। নির্বাচনে প্রথম বারের মত বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি। । এতে করে ৬ নং ওয়ার্ডের মানুষের মধ্যে বইছে আনন্দের জোয়ার। তারা ঢাক ঢোল আর আনন্দ উল্লাস ও রঙ খেলে মতির জয়ের আনন্দ পালন করছেন। এ যেন ৬ নং ওয়ার্ডে উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে জয়ের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন মতির সমর্থকরা। প্রতিদিনই এলাকার জনগণ নব নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতিকে ফুলেল শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে ভীর জমাচ্ছে। এতে করে মানুষের ভালোবাসার সিক্ত হচ্ছেন তিনি।