স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত কারাবন্দী সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নতুন করে নাশকতার একটি পুরনো মামলায় জড়িত করে রিমান্ড আবেদনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রকে হত্যা করার জন্য বিরোধী দলকে ধ্বংস করার যেসব মহাপরিকল্পনা সরকার গ্রহণ করেছে তার অন্যতম হচ্ছে মানুষের কণ্ঠরোধ করা। এজন্য গণমাধ্যম বন্ধসহ প্রবল হুমকির মধ্যে রাখা হয়েছে। প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করতে সদা তৎপর এই ভোটারবিহীন সরকার। একারণেই মাহমুদুর রহমানকে তিন বছরের বেশি সময় ধরে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে।
মির্জা ফখরুল বলেন, জোর করে ক্ষমতাদখলকারী এই অবৈধ সরকার শুধু গণমাধ্যমকে নিয়ন্ত্রণই করছে না বরং স্পষ্টভাষী সাংবাদিক ও সম্পাদকদের মিথ্যা মামলায় আটক ও নির্যাতন করে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে দলন-নিপীড়ন অব্যাহত রেখেছে। মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমানকে দীর্ঘদিন ধরে কারাগারে আটক রেখে তাকে তিলে তিলে নি:শেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে।
বিএনপির মহাসচিব বলেন, সরকারের রোষানলের শিকার হওয়ার কারণেই বারবার উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পেলেও নতুন নতুন সাজানো মিথ্যা মামলায় তাকে ধারাবাহিকভাবে শ্যোন অ্যারেস্ট করে কারাগারে আটকে রাখা হচ্ছে। তিনি প্রায় তিন বছর ধরে কারাগারে থাকলেও গত বুধবার কোতোয়ালি থানার ২০১৩ সালেল একটি বানোয়াট ও মিথ্যা মামলায় তাকে আবারো গ্রেফতার দেখিয়ে পুলিশ আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করে। কারাগারে আটক থাকা অবস্থায় নতুন করে মাহমুদুর রহমানকে আটক দেখিয়ে রিমান্ড চাওয়া সম্পূর্ণ অমানবিক ও সরকারের নিষ্ঠুর প্রতিহিংসা চরিতার্থেরই বহি:প্রকাশ। আমি আমার দেশ পত্রিকার সম্পাদক কারাবন্দি অসুস্থ মাহমুদুর রহমানের রিমান্ড আবেদন বাতিল করে তার বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নি:শর্ত মুক্তির জোর দাবি করছি।
একই বিবৃতিতে মির্জা ফখরুল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে মিথ্যা মামলায় জেলগেট থেকে শ্যোন অ্যারেস্ট করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি এ্যানীর বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ ছাড়া নরসিংদীর রায়পুরা উপজেলার দুটি ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাকির হোসেন এবং হুমায়ুন কবির মনোনয়নপত্র জমা দিতে গেলে আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। এই দুজনকে জনসম্মুখে হাজির ও অপহরণকারীদের গ্রেফতার দাবি জানান।