নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
জেলার সিদ্ধিরগঞ্জের মাদক সম্রাট কারাবন্দী দেলোয়ার হোসেন দেলুর অন্যতম সহযোদ্ধা সেন্টু ও মাদক সম্রাজ্ঞী দেলুর স্ত্রী রুমার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পাঠানটুলী আইলপাড়া এলাকার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ অভিযান চালায়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বর্তমানে কারাবন্দী দেলোয়ার হোসেন দেলুর মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে। সেই সাথে দেলুর সহযোগী ও শেল্টার দাতাদের তথ্য সংগ্রহ করে পুলিশ গ্রেফতারী অভিযান চালাবে বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওমর ফারুক পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকায় দেলুর বাড়িতে এবং পুরাতন আইলপাড়ার সেন্টুর বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় রুমা বাড়িতে ছিলেন না। ছিলেন মদনগঞ্জে। তবে সেন্টু বাড়িতে থাকলেও তাকে গ্রেফতার করা হয়নি। পুলিশ সতর্ক করে দিয়েছে বলে জানা গেছে। কিন্তু সেন্টুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তথ্য উপাত্ত সংগ্রহ করছে পুলিশ। অন্যদিকে পুলিশ বলছে রুমা ও সেন্টুকে দ্রুত গ্রেফতার করা হবে। বর্তমানে দেলুর পরিবর্তে রুমাই মাদক ব্যবসা পরিচালনা করছে। অপরদিকে দেলুর অবৈধ অস্ত্রগুলি সেন্টুর কাছে রয়েছে বলেই একটি সূত্র জনায়।
সূত্র আরো জানায়, এলাকায় সেন্টু ও রুমা ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নিয়ে একটি সিন্ডিকেট তৈরী করেছে। এলাকায় যারাই ওদের বিরুদ্ধে প্রতিবাদ কিংবা কথা বলতে তাদেরকেই নানাভাবে হয়রানী করবে বলে হুমকী দিয়ে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন ব্যক্তি জানান, সেন্টু ও রুমা সহ আরও কয়েকজন দেলুর সহযোগীরা পুলিশকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সাধারণ লোককে হয়রানী করবে বলেও শোনা যাচ্ছে। আইলপাড়া পাঠানটুলী এলাকাকে মাদক মুক্ত ঘোষণা করতে জেলা প্রশাসন কাজ করছে। জেলা প্রশাসন উক্ত এলাকাকে চ্যালেঞ্জ হিসেবে নিলেও মাদক ব্যবসায়ীরা বীরদর্পে প্রকাশ্যেই ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু, সরাফত উল্লাহ সিদ্ধিরগঞ্জ থানা এলাকাকে বরাবরই মাদক মুক্ত করতে নিয়মিত অভিযান চালালেও আইলপাড়া এলাকায় মাদক বিক্রেতারা বেপরোয়া হয়ে উঠেছে।
এদিকে আইলপাড়া পাঠানটুলী এলাকার কোন মাদক বিরোধী সমাজকর্মী এবং সাধারণ মানুষ যেন কোন প্রকার হয়রানীর শিকার না হন সেই জন্য সিদ্ধিরগঞ্জ থানার ওসি ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।