বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজে বেড়ান। এখানে একটা কথা হচ্ছে যে, সুঁইয়ের পিছনে একটা ছিদ্র সে-ই ঝাজুরকে ছিদ্র বলে নিন্দা করে।
সোমবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে ১৪ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া এলাকায় গণসংযোগের সময়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান ছিল এবং থাকবে। আইভী কার সঙ্গে হাত মিলিয়েছে সেই বিচারটা জনগণের ওপর ছেড়ে দিলাম। আমি সন্ত্রাস নির্মূল করবো। সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছি। উনি ১৩ বছর সময় পেয়েও এ বিষয়গুলো সমাধান করতে পারেন নাই। আমাকে মানুষ ৫ বছর সময় দিলে আমি সন্ত্রাস নির্মুল করবো ও মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলবো।”
সাখাওয়াত হোসেন আরো বলেন, ‘‘আইভীর সন্ত্রাসবিরোধী অবস্থান শুধু একটা পরিবারের বিরুদ্ধে ছিল। সন্ত্রাসের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। শুধুমাত্র একটি পরিবারের বিরুদ্ধে কথা বলে উনি আজ দাবি করেন যে সন্ত্রাসের বিরুদ্ধে তিনি কথা বলছেন। আর আমি ওই পরিবারের বিরুদ্ধেও কথা বলেছি। সব অন্যায় অত্যাচার ও অপরাধের বিরুদ্ধেও কথা বলেছি। উনার কার্যক্রমের বিরুদ্ধেও আমি কথা বলেছি।
তিনি আরো বলেন, আইভীর স্বামী নিউজিল্যান্ডের নাগরিক। উনিও নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন। নির্বাচন করার জন্য নাগরিকত্ব ছেড়ে এখানে চলে এসেছেন। আমাদের পরিবার এ শহরে ১৫০ বছর ধরে ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত। আমার শিক্ষাজীবন এখানে কেটেছে। আমি আমার ২৫ বছরের পেশাজীবনে এ নারায়ণগঞ্জের মানুষের সঙ্গেই ছিলাম। এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক তাবিথ আওয়ালসহ কেন্দ্রীয় বিএনপি ও জেলার নেতাকর্মী সমর্থকরা।