বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে সুমন (৩২)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পুলিশ এনায়েত নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে সুমন এনায়েত নগর এলাকার মোঃ কবির হোসেনের ছেলে। বন্দর থানার উপ-পরিদর্শক জাকিরুল ফিরোজ ও সহকারী উপ-পরিদর্শক আলম সরোয়ার্দী রুবেল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানার এনায়েত নগর এলাকায় মাঈন উদ্দিন মিয়ার বাড়ির সামনে থেকে ফেরি করে মাদক বিক্রির সময় একে গ্রেফতার করে। এ সময় মাদক ব্যবসায়ী সুমনের দেহ তল্লাশী করে ২৫০গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত মিজানুর রহমান ওরফে সুমনকে বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হইবে।