বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) বলেছেন, নাসিক নির্বাচনে কোন প্রকার অপরাধ হলে তা বরদাস্ত করা হবে না। সেই যেই হোক না কেন তাকে শাস্তি দেওয়া হবে। প্রশাসন কাউকে অপরাধ করতে দেখলে গ্রেফতার ও সাজা দিতে পারবে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে নাসিক নির্বাচন উপলক্ষ্যে মেয়র প্রার্থীদের সাথে মত বিমিনয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাভেদ আলী আরো বলেন, নির্বাচন সুষ্ঠ করতে প্রশাসন অবশ্যই নিরপেক্ষ থাকবে। কারন তাদের একটি আইনের ধারা আছে তারা সেই ধারার বাইরে গিয়ে কাজ করতে পারেন না। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে সে দিকে নজর রাখবেন। অবৈধ অস্ত্র উদ্ধার ও বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন। যাতে করে নির্বাচনে কোন প্রকার অনাকাংক্ষিত ঘটনা না ঘটে সেজন্য কাজ করবেন।
জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রির্টানিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, জেলা নির্বাচন কমিশনার মো. তারিফুজ্জামান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্জন ড. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, জেলা অতিরিক্ত মেজিষ্ট্রেট মো. আবদুল হামিদ, র্যাব- ১১ অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আলী আকবর, জেলা ফায়ার সার্ভিস এর পরিচালক দিনমনি সরমা, জেলা আনসার কমান্ডার সিরাজুল রহমান, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী, বিএনপির মনোনীত প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম, এলডিপি মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী এড. মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা এজহারুল হক প্রমূখ।
প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের নির্বাচনী প্রচারনা করতে গিয়ে যাতে যানজট সৃষ্টি হয়ে জনগনের ভোগান্তির কারন না হয়। লেভেল প্লেয়িং ফ্লিড সবার জন্য প্রচারনায় সমান অধিকার। আচরণ বিধি মেনে সবাই সমানভাবে প্রচারনা চালাতে পারবে। আপনারা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে বলেছিলেন আপনারই সিসি ক্যামেরা। প্রতিটি ভোট কেন্দ্রে আপনাদের একজন করে এজেন্ট থাকবে। তাছাড়া দেশ বিদেশের অনেক গনমাধ্যমকর্মীরা থাকবে। এখানে কোন প্রকার বিশৃঙ্খলা হওয়ার কারন নেই।
তিনি আরো বলেন, নাসিকের ২৭ টি ওয়ার্ডে ২৭ টি ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। কারো কোন সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা ব্যবস্থা নিবো। নির্বাচনে অবশ্যই ভালো ঘটনা ঘটবে। আশাকরি কোন দূর্ঘটনা ঘটবে না। কিছু হলে জনগনই তা প্রতিহত করবে। জনগনই প্রশাসন ও সেনা বাহিনীর উপরে। নির্বাচনের বড় নেয়ামত হলো ভোটার। তাদের ইচ্ছে মতে তারা যাতে ভোট দিতে পারে সে দিকে খেয়াল রাখতে হবে।