বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, সবার সাথে আমিও চাই নির্বাচন সুষ্ঠ হোক। আপনারা দেখেছেন গত ২০১১ সালে এই সরকারের মাধ্যমে একটি সুষ্ঠ নির্বাচন হয়েছিলো। এবারও যাতে সুষ্ঠ হয় সেই লক্ষে সরকার ও নির্বাচন কমিশন কাজ করবে।
নাসিক নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজিত মেয়র প্রার্থীদের সাথে মত বিমিনয় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনও সুষ্ঠ হয়েছিলো। বিএনপি’র মনোনীত বহু চোয়াম্যান প্রার্থী সুষ্ঠ ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলো। তাই এ সরকার দ্বারা সুষ্ঠ নির্বাচন সম্ভব। বিরোধী দলীয় মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন সুষ্ঠ নির্বাচন হবে না বলে অপ-প্রচার চালিয়ে যাচ্ছেন। সুতরাং আমরা যারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আছি সবাই চেষ্ঠা করবো যাতে করে সুষ্ঠ নির্বাচন হয়।
আইভি আরো বলেন, আমি কখনো আচরন বিধি লংঘন করেনি এবং নির্বাচনে আচরন বিধি মেনেই প্রচার- প্রচারনা চালিয়ে যাচ্ছি। আমার দ্বারাতে কখনো আচরন বিধি লঙ্গন হবে না। জাতীয় নির্বাচনের মত এবারের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন না। এটি একটি স্থানীয় নির্বাচন।
তিনি আরো বলেন, আমি কারও দয়া বা করুনার মাধ্যমে নির্বাচিত হতে চাইনা। সাধারন মানুষের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই। আমি গত নির্বাচনের মতো এবারও সুষ্ঠ ও নিরপক্ষে নির্বাচন চাই। আমি সরকার দলীয় প্রার্থী হলেও সরকারি কোন সুযোগ সুবিধা নিবো না। জনগনই আমার শক্তি তারাই আমার পক্ষে রায় দিবে। অস্ত্রধারি যদি আমার ভাইও হয় তাকেও আইনানুযায়ী তাকেও গ্রেফতার করা হউক। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারিদের গ্রেফতার ও বহিরাগত-অপরিচিতদের উপর আইন-সৃঙ্খলা বাহিনীদের বিশেষ নজর রাখতে হবে।
জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, রির্টানিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, জেলা নির্বাচন কমিশনার মো. তারিফুজ্জামান, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মঈনুল হক, সিভিল সার্জন ড. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. ফারুক হোসেন, জেলা অতিরিক্ত মেজিষ্ট্রেট মো. আবদুল হামিদ, র্যাব- ১১ অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. আলী আকবর, জেলা ফায়ার সার্ভিস এর পরিচালক দিনমনি সরমা, জেলা আনসার কমান্ডার সিরাজুল রহমান, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভী, বিএনপির মনোনীত প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ, কল্যাণ পার্টির মনোনীত প্রার্থী রাশেদুল ইসলাম, এলডিপি মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন, বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী এড. মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী মাওলানা এজহারুল হক প্রমূখ।