বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক নির্বাচনের পরিবেশ এখনও অস্থিতিকর অবস্থা। যদি নির্বাচনের পরিবেশ সুষ্ঠ ও শান্তিপূর্ন হয় তাহলে জনগন নির্ভয়ে ভোট দিতে পারবে। আর জনগন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে ধানের শীষের জয় হবে নিশ্চিত বলে দাবি করেছেন বিএনপির মনোনীত প্রার্থী এড. সাখাওয়াত হোসেন খান।
বুধবার সকাল থেকে নাসিক এলাকায় নির্বাচনী প্রচারনা চালানোর সময় তিনি এসব কথা বলেন।
ঘুমোট অবস্থা দাবী করে নাসিক নির্বাচনে আবারো সেনাবাহিনী মোতায়েনের দাবী করেছেন বিএনপি দলীয় প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এসময় তিনি নাসিক নির্বাচনে সেনামোতায়েন দাবি করে বলেন, নারায়ণগঞ্জ এখনো অনেক সন্ত্রাসী রয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে না।অনেক অবৈধ অস্ত্র্ নারায়ণগঞ্জর এখনো বিদ্যমান।শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এগুলো উদ্ধার করা প্রয়োজন।
এসময় তার সাথে প্রচারনায় ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন, ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সাহাবুদ্দিন মুন্না, গাজী মনিরুজ্জামান মানিক, যুগ্ম সাধারন সম্পাদক মিল্টন বদ্য, সহ-সাধারন সম্পাদক নোমান হাসনাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, থানা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারন সম্পাদক এম,এ হালিম জুয়েল ও সাবেক ছাত্রদল নেতা সালাহউদ্দিন আহম্মেদ প্রমূখ।
বুধবারের নির্বাচনী প্রচারনায় ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া, সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের ২নং ঢাকেশ্বরী, মীরপাড়া, ভুইয়াপাড়া, হাজারীবাগ, পাঠানটুলী রোড, মাঝিপাড়াসহ ওই ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় ভোট প্রার্থনা করেন তারা।