বিজয় বার্তা ২৪ ডট কম
আল্লাহ্ হাজির-নাজির, যা পারব তা বলব নির্বাচনের আগে ভোটের জন্য মিথ্যা আশ্বাস দিব না। গতকাল ৭ ডিসেম্বর শীতের প্রত্যুষ্যে কুয়াশাচ্ছন্ন নগরী। ৪/৫ জন সফর সঙ্গী নিয়ে বেড়িয়ে পড়লেন নাঃগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী। আজকের গন্তব্যস্থল এসসিসির ৭নং ওয়ার্ড অর্থাৎ কদমতলী। অনুমান সকাল ৯টার দিকে কদমতলী এমডব্লিউ কলেজ রোড পাড় হয়ে ছুটে চলেছেন ডাঃ আইভী। মাইকে ভেসে আসল একটি মাত্র শ্লোগান “আইভী আপার মার্কা নৌকা-নৌকা।” মুহুর্তেই ঘটে গেল ইতিহাসের সুখকর অনুভূতি। অর্থাৎ হেমিলনের বংশী বাদকের সেই দৃশ্যের অবতারণা হল। পিপিলিকার মত দলে দলে ছুটে এলো শত শত মানুষ। চারিদিক থেকে ঘিরে ফেলল তারা আইভীকে। কারো হাতে ফুলের তোড়া। কেউবা ঝুড়ি ভরে নিয়ে এল তাজা ফুলের পাপড়ী, যেনো কত দিনের প্রত্যাশা, শুধু আইভীকে এক নজর দেখা, একটি ফুল তাকে উপহার দেয়া অথবা ফুলের পাপড়ী ছিটিয়ে তাকে আপন করে নেয়া। কোন কোন মহিলা আইভীকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেতে খেতে কেঁদে ফেলল, কেউবা তাকে হাত দিয়ে ছুয়ে দেখতে চায় একবার। কেউ কেউ ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে রইল। আইভীর যেন সময় নেই। হাত তুলে সালাম দিচ্ছেন, বলছেন উন্নয়নের জন্য ভোট চাই, নৌকায় ভোট চাই। চলছেন তো চলছেন, পিছনে শত শত নারী-পুরুষ মাইকের ভাষায় আইভী এসেছেন। এ শব্দ যতদূর গেল হুরমুরিয়ে বেরিয়ে পড়ল নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ। নানা শ্রেণি পেশার মানুষ কাজ কর্ম ছেড়ে দৌড়ে আসছে মিছিলের কাছে। কাছাকাছি এক বাড়িতে রাজমিস্ত্রি তার কুনি হাতে নিয়েই ছুটে এসেছে শুধু আইভীকে ফুল দেয়ার দৃশ্য নিজ চোখে দেখার জন্যে। কারোই কোন দাবী নাই শুধুই ভালবাসা। ছুটে এলো হাজারো মানুষ পিছু নেয় মিছিলে। যে বাড়ীর ভিতরে আইভী ঢুকলেন সে বাড়ীর আশে পাশে কোথাও দাঁড়াবার জায়গা নাই। শুধুই আশ্বাস- তুমিতো দাঁড়ালেই পাশ। আমরা তোমাকেই ভোট দেব, তোমাকেই আবার ফুলের মালা দিয়ে বরণ করবো। আইভী ছুটছেন ভোটারদের বাড়ী বাড়ী, ছুটছেন কদমতলী পশ্চিম পাড়া, কদমতলী উত্তর পাড়া, মিজমিজি দক্ষিণ পাড়া, পানির ট্যাংকীর মোড়ে। পানির ট্যাংকীর মোড়ে সেলিনা নামের এক বৃদ্ধ মহিলা আইভীকে জড়িয়ে ধরে চুমু খেতে খেতে বললেন। “মাগো বড় রাস্তা পাক্কা কইরা দিছ, এইবার গ্রামের ছোট্ট রাস্তা পাক্কা কইরা দেও।” আইভী বললেন নির্বাচিত হলে এরাস্তার কাজদিয়েই এলাকার উন্নয়নের কাজ শুরু করব। এরই মধ্যে কয়েকজন গৃহবধু গ্যাসের দাবী নিয়ে হাজির, রান্নার জন্য গ্যাস থাকে না। আইভী বললেন, ‘‘ভোটের জন্য মিথ্যা আশ্বাস দিব না, আল্লাহ্ হাজির নাজির, যা পারব তাই করে দেব, গ্যাসের জন্য মন্ত্রণালয়ে জানাব, আমি দল করি দলবাজী করি না” কদমতলী করবস্থান মোড় হয়ে হলি চাইল্ড মডেল স্কুল সহ এলাকার বিভিন্ন বাড়ী-ঘরে ঘামে ভিজে ভিজে ভোট প্রার্থনা করেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী নামের ‘কাজ-পাগল’ এক দুঃসাহসী দুরন্ত নারী।