বিজয় বার্তা ২৪ ডট কম
প্রতীক বরাদ্দের পর গণসংযোগ, প্রচার ও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী এড. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার ভোর থেকে গণসংযোগ শুরু করে নানারকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন।
বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলেছেন, সিটি নির্বাচন নিয়ে মানুষের মাঝে পরিবর্তনের সুর পরিলক্ষিত হচ্ছে। তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরীর নিশ্চয়তা চাইছে, যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। মানুষ বিএনপিকে ভোট দিতে প্রহর গুণছে। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জে আধুনিক বিশ্ববিদ্যালয়, ওভারব্রিজ ও হাসপাতাল গড়া হবে।
এড. সাখাওয়াত হোসেন খান চাষাঢ়ার সোনালী ব্যাংকের সামনে থেকে ২ নম্বর রেলগেট, নগরীর ১৫নং ওয়ার্ডের মন্ডলপাড়া, নিমতাল নিতাইগঞ্জ এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও আব্দুল আইয়াল মিন্টু,জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন, উপস্থিত ছিলেন।