বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জে ক্ষমতাশীন দলের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গনসংযোগ করেছে মুক্তিযোদ্ধা ও পেশাজীবি শিক্ষক সমাজ। মঙ্গলবার সকাল ১০টায় বীরমুক্তিযোদ্ধা আবু জাফর মোঃ টিপু, ও অধ্যাপক মোঃ খসরু এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও পেশাজীবি শিক্ষক সমাজ একটি টিম ৩নং ওয়ার্ডের মুক্তিনগর, মাদানীনগর, রসুলবাগ, নিমাইকাশারীসহ আশপাশ এলাকায় তারা নৌকা প্রতীকে ভোট চায়।
এসময় তারা আইভীর বিগত দিনের উন্নয়ন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, আগামী দিনে উন্নয়নের কথা বলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান করেন তারা।