বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর সালেহ নগরের মাইজ ভান্ডার শরীফের খলিফা তাহের আলী প্রধান আর নেই, নিজে হেসে সবাইকে কাঁদিয়ে ভক্তদের ছেড়ে বিদায় নিলেন। শনিবার রাত ১টায় বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক সেক্রেটারী, শাহী মসজিদ পঞ্চায়েত কমিটির অন্যতম সদস্য, হযরত সালেহ বাবা ইয়ামনী (রঃ)এর মাজার কমিটির দীর্ঘ ৩৪ বছরের সদস্য, মাইজ ভান্ডার শরীফের খলীফা হযরত তাহের আলী প্রধান (৫০)হযরত সালেহ বাবা ইয়ামনি (রঃ)এর বাৎসরীক ওরশ মোবারক অনুষ্ঠানের খাদেমের দায়িত্ব পালনরত অবস্থায় হার্ট এ্যাটাক করে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি অ-ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে স্ত্রী,দুই পুত্র,এক কন্যা ভই ভাতিজা,ভক্ত বৃন্দসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মরহুমের ১ম জানাজা নামাজ বন্দর ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে ও ২য় জামাত হযরত সালেহ বাবা ইয়ামনি(রঃ) এর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ সোনাকান্দা কবরস্থানে তাঁর মা বাবার কবরের পাশে সমাহিত করা হয়। মৃত্যুর সংবাদে মহুর্তের মধ্যে বিভিন্ন এলাকা হতে একনজর দেখার জন্য বাসায় এসে ভীর জমায়। জানাজা নামাজে বন্দর মাদরাসার সভাপতি নাজমুল হাসান আরিফ,অধ্যক্ষ মাওঃ নুরুল হক,২১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব হান্নান সরকার,আলহাজ্ব আবদুর রশিদ কন্ট্রাকটর,মোঃ খোরশেদ আলম,২২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বন্দর মাদরাসার সদস্য নুর মোহাম্মদ ব্যাংকার, সদস্য মোঃ মফিজুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লা সানু, মোঃ আলহাজ্ব আবুল খায়ের, মোঃ নজরুল মহাজন, মোঃ হারুনুর রশিদ, মোঃ সামসুল হাসানসহ এলাকার গন্যমান্যব্যাক্তি বর্গ ও আশেকান মুরিদান ধর্মপ্রান মুসলমানগন।